Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা! চলন্ত অবস্থায় দুভাগ হয়ে গেল হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস, প্রবল আতঙ্কে যাত্রীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা! এবার দুর্ঘটনার কবলে পড়ল ডাউন ফলকনামা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া আসছিল ট্রেনটি। চলন্ত অবস্থাতেই কাপলিং ছিঁড়ে দুভাগ হয়ে যায় ট্রেনটি।
advertisement
1/5

ফের ট্রেন দুর্ঘটনা! এবার দুর্ঘটনার কবলে পড়ল ডাউন ফলকনামা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া আসছিল ট্রেনটি। চলন্ত অবস্থাতেই কাপলিং ছিঁড়ে দুভাগ হয়ে যায় ট্রেনটি। Image: X
advertisement
2/5
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে। সেই সময় ট্রেনটিতে বহু যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার জেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রতীকী ছবি।
advertisement
3/5
সূত্রের খবর, দুটি এসি কামরার মাঝে কাপলিং ভেঙে যাওয়ার ফলে আলাদা হয়ে যায় দুটি কামরা। সেই সময় চলন্ত অবস্থায় থাকার ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কামরাগুলি কিছুটা এগিয়ে যায় তার পরেই ট্রেন থামান চালক। প্রতীকী ছবি
advertisement
4/5
চালকের তৎপরতায় কিছুটা হলেও বিপদ এড়ানো গিয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন রেল কর্তারা। Image: X
advertisement
5/5
এই দুর্ঘটনার জেরে ঘণ্টাখানের ব্রহ্মপুর-বিশাখাপত্তনম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিয়মিত ট্রেন দুর্ঘটনার জেরে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রতীকী ছবি