ZikaVirus: করোনার পর ভয় দেখাচ্ছে জিকা ভাইরাস! আক্রান্ত শিশুও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
করোনার সঙ্গে পাল্লা দিচ্ছে জিকা, যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের৷
advertisement
1/6

•আরও ৫জনের শরীরে জিকা ভাইরাসের হদিশ মিলল যা নিয়ে মোট ৩৫জন জিকা ভাইরাস আক্রান্ত হয়েছেন কেরলে৷ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ৷ এর মধ্যে ১১ জনের শরীরে সক্রিয় রয়েছে ভাইরাস৷
advertisement
2/6
•এদের মধ্যে রয়েছে এক শিশুও৷ এরনাকুলমে রয়েছেন জিকা ভাইরাস আক্রান্তরা৷ কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন, যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের৷
advertisement
3/6
•তিরুয়নন্তপুরম মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাব,অ্যালাপুজ্জার ন্যাশনল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং কোয়ম্বুতুরের মাইক্রোবায়লজি ল্যাবে হয়েছে জিকা ভাইরাসের পরীক্ষা৷ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ৷
advertisement
4/6
•একদিকে করোনার তৃতীয় ঢেউ অবস্যম্ভাবী৷ তার মধ্যে এধরণের রোগ উদ্বেগ বাড়াচ্ছে৷ কীভাবে এবং কত তাড়াতাড়া জিকা ভাইরাস মোকাবিলা করা যায়, তার চেষ্টা চলছে কেরলে৷ ইতিমধ্যেই মন্ত্রী কে রাজনের সঙ্গে বৈঠক করেছেন জর্জ৷ সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্তারা৷
advertisement
5/6
•ছোঁয়াছে এই রোগ মোকাবিলায় কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হয়৷ প্রতিটি ওয়ার্ড স্তরে সাফাই অভিযানে আরও বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে৷
advertisement
6/6
•এরই মধ্যে মাথা চারা দিয়ে উঠেছে করোনার বিভিন্ন ভেরিয়েন্ট৷ WHO -র প্রধান জানিয়েছেন ভাইরাস লাগাতার নিজের মধ্যে বদল করছে, এরফলে এটা দারুণ ছোঁয়াচে হয়ে যাচ্ছে৷ তিনি জানিয়েছেন ডেল্টা ভ্যারিয়েন্ট এখন WHO-র সমস্ত ৬ টি ৬ অঞ্চল এবং ১১১টি দেশে পৌঁছে গেছে৷ এবার এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে৷ ভাইরাসের আলফা ভ্যারিয়েন্ট ১৭৮ টি দেশে, বিটা ভ্যারিয়েন্ট ১২৩ দেশে এবং গামা ৭৫ টি দেশে পাওয়া গেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পৃথিবী জুড়ে এই ভাইরাসের তৃতীয় ঢেউ চলছে৷