TRENDING:

Bats| বাদুড় সৌভাগ্যের প্রতীক-দুর্যোগে রক্ষা করে! বিশ্বাসে হাজার হাজার বাদুড় পোষে ভারতের এই গ্রাম

Last Updated:
শিব মন্দিরের সামনে কয়েকটি বট ও অশ্বত্থ গাছ৷ সেই গাছের সামনে গেলে গা শিউরে ওঠে৷ গাছগুলি থেকে ঝাঁকে ঝাঁকে বাদুড় ঝুলছে৷
advertisement
1/6
সৌভাগ্যের প্রতীক-দুর্যোগে বাঁচায়! তাই হাজার হাজার বাদুড় পোষে দেশের এই গ্রাম
বাদুড় করোনা ভাইরাস বহন করে৷ এমন একটি খবর বেশ কয়েক দিন আগেও ছিল শিরোনামে৷ করোনা ভাইরাসের অতিমারির পরিস্থিতিতে ওড়িশার একটি গ্রামে আশ্চর্যজনক বিশ্বাসের খবর সামনে এল৷ গ্রামটিতে নদীর ধারের গাছগুলিতে দিন-রাত ঝাঁকে ঝাঁকে বাদুড়ের বাস৷ ওই বাদুড়গুলির রীতিমতো দেখভাল করে গ্রামের মানুষ৷
advertisement
2/6
রাজধানী ভুবনেশ্বর থেকে ১৫০ কিমি দূরে জজপুর জেলার কাবাতাবান্ধা গ্রাম৷ ছোট একটি গ্রাম৷ সেই গ্রামে নদীর ধারে শিব মন্দির৷ সেই শিব মন্দিরের সামনে কয়েকটি বট ও অশ্বত্থ গাছ৷ সেই গাছের সামনে গেলে গা শিউরে ওঠে৷ গাছগুলি থেকে ঝাঁকে ঝাঁকে বাদুড় ঝুলছে৷ গ্রামের মানুষ রীতিমতো সংরক্ষণ করে ওই বাদুড়গুলিকে৷
advertisement
3/6
কেন? গ্রামবাসীদের বিশ্বাস, বাদুড় হল সৌভাগ্যের প্রতীক৷ সৌভাগ্য বয়ে আনে বাদুড়৷ গ্রামকে রক্ষা করে৷ কোনও প্রাকৃতিক দুর্যোগের আগে গ্রামবাসীকে সজাগ ও সতর্ক করে বাদুড়গুলি৷
advertisement
4/6
গত ৭০ বছর ধরে গাছগুলিতে এ ভাবেই বাদুড়ের বাস৷ বৈতরণী নদীর ধারে গেলে বাদুড়ের কিচিমিচি শব্দে কান পাতা দায়৷ গ্রামের মানুষের কাছে অবশ্য ওই শব্দ বড় শান্তির৷ তাঁরা শুনতে ভালোবাসেন বাদুড়ের ওই শব্দটি৷
advertisement
5/6
গ্রামের বাসিন্দা বাপির কথায়, '১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ের সময় বাদুড়গুলি গাছ ছেড়ে উড়ে গ্রামবাসীকে সজাগ করে দিয়েছিল, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসছে৷ তাই আমরা আগে থেকেই তৈরি ছিলাম৷ এই বাদুড়গুলি আমাদের গ্রামের ৭০ বছরের বাসিন্দা৷ আমরা ওদের রোজ খাওয়াই৷'
advertisement
6/6
এই অঞ্চলের মানুষ আগে বিশ্বাস করতেন, কাঁচা বাদুড় খেতে পারলে রেসপিরেটরি ও অ্যাস্থমা সম্পূর্ণ ভালো হয়ে যায়৷ কিন্তু গ্রামবাসীরা বাদুড় হত্যা বন্ধ করে দেন৷
বাংলা খবর/ছবি/দেশ/
Bats| বাদুড় সৌভাগ্যের প্রতীক-দুর্যোগে রক্ষা করে! বিশ্বাসে হাজার হাজার বাদুড় পোষে ভারতের এই গ্রাম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল