ট্রেনে উঠতেন, ঘুমিয়ে পড়তেন, যখন নামতেন তখন 'ধনী' এই যাত্রী! GRP ধরতেই ফাঁস বিশেষ কৌশল!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways News: ট্রেনে উঠতেন, ‘ঘুমোতেন’ কিছুক্ষণ, তারপরই ধনী হয়ে নামতেন! জিআরপি ধরতেই ফাঁস হল 'বিশেষ কৌশল' ! জানলে চমকে যাবেন।
advertisement
1/10

ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ত এই যাত্রী। সফর শেষে যখন নামত তখন তার কাছে প্রচুর টাকা! সে রীতিমতো বড়লোক! কী ভাবে সম্ভব? তার পরই জিআরপি ভেদ করল রহস্য। শুনলে হতবাক হবেন। (Representative Image: AI Generated)
advertisement
2/10
এদিকে, যাত্রীরা তখনও ঘুমে আচ্ছন্ন, কেউ টেরও পায়নি কী ভাবে তাঁদের মোবাইল, পার্স উধাও হয়ে গিয়েছে। জিআরপি-র কড়া নজরদারিতে ধরা পড়ল এই রহস্যময় ‘ঘুমন্ত যাত্রী’। (Representative Image: AI Generated)
advertisement
3/10
চারবাগ স্টেশন থেকে ধৃত সেই ব্যক্তি পুলিশের জেরায় ফাঁস করল এমন এক কৌশলের কথা, যা শুনে রীতিমতো চমকে উঠেছে জিআরপি-র আধিকারিকরাও। (Representative Image: AI Generated)
advertisement
4/10
দিনের পর দিন ট্রেনে ঘুমের ভান করে কী ভাবে সে যাত্রীদের সম্পত্তি হাতিয়ে নিত, আর তারপর কবে কোন ফোন কোথা থেকে চুরি হয়েছে—সবই বলেছে সে নিজেই! একাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে, অথচ তার ছলনায় কেউ বুঝতেই পারত না যে সে আসলে ঘুমনোর ভান করছে। (Representative Image: AI Generated)
advertisement
5/10
যাত্রীদের নিরাপত্তার জন্য ভারতীয় রেলওয়ে বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানে জিআরপি এবং আরপিএফ যৌথভাবে কাজ করছে। এর মধ্যেই জিআরপি লখনউ চারবাগ স্টেশন থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
6/10
জানা গিয়েছে, ট্রেনের যাত্রী সেজে ঘুমের অভিনয় করত। কয়েক মুহূর্তের মধ্যেই হয়ে যেত ধনী। তারপর ট্রেন থেকে নেমে পড়ত। ধরা পড়ার পর সে জানাল তার বিশেষ ‘ট্রিক’-এর কথা। (Representative Image: AI Generated)
advertisement
7/10
তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, তার নাম সুফিয়ান। সে লখনউ জেলার হুসেনগঞ্জ থানা এলাকার শহিদনগর প্লট নম্বর ৮০-র বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তার খোঁজ করছিল জিআরপি। (Representative Image: AI Generated)
advertisement
8/10
অভিযুক্ত একজন চতুর চোর। সে জানায়, ট্রেনে উঠে যাত্রীদের পাশে বসে বা শুয়ে ঘুমের ভান করত। তারপর যখন যাত্রীরা সত্যিই ঘুমিয়ে পড়ত, তখনই সে চুপিচুপি তাদের মোবাইল, পার্স বা অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালাত। (Representative Image: AI Generated)
advertisement
9/10
প্রায় নয় মাস আগে দিল্লি থেকে ছাপরাগামী ট্রেনে চারবাগ স্টেশন থেকে একটি মোবাইল চুরি করেছিল সে। আজ সেটি বিক্রি করতে এসেছিল। দ্বিতীয় মোবাইলটি প্রায় আট মাস আগে মোরাদাবাদ থেকে আসা ১৫৬৫৪ অমরনাথ সুপারফাস্ট এক্সপ্রেস থেকে চুরি করে। এছাড়াও, দু’মাস আগে মোরাদাবাদগামী ১২৩৯১ শ্রমজীবী এক্সপ্রেস থেকে আরও একটি মোবাইল চুরি করেছিল। বর্তমানে টাকার অভাবে তিনটি মোবাইল বিক্রি করতে এসেছিল সে। (Representative Image: AI Generated)
advertisement
10/10
এই কৌশলে সে দীর্ঘদিন ধরে ট্রেনে যাত্রীদের ঠকিয়ে আসছিল। জিআরপির তৎপরতায় অবশেষে তার পাকা ছক ভেস্তে গেল। (Representative Image: AI Generated)