Adityal1 Launch: চাঁদের পর সূর্যের দিকে যাত্রা শুরু ভারতের! সৌরযানের নাম আদিত্য এল-১ কেন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Adityal1 Launch: শনিবার সকাল ১১.৫০-এ শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দিল সূর্যের দিকে
advertisement
1/7

চাঁদের পর এ বার ভারতের লক্ষ্য সূর্য। শনিবার সকাল ১১.৫০ শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য-এল১ শনিবার পাড়ি দিল সূর্যের দিকে।
advertisement
2/7
শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দিল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী যান। কিন্তু সূর্যযানের নাম আদিত্য এল১ কেন?
advertisement
3/7
সংস্কৃতে আদিত্য শব্দের অর্থ সূর্য। তাই সূর্যযানের মূল নাম রাখা হয়েছে সূর্যের নামেই। তার পাশে বসেছে এল ওয়ান বা L1 শব্দ।
advertisement
4/7
চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য। তার পর তার লক্ষ্য হ্যালো অরবিট বা কক্ষপথ।
advertisement
5/7
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট১-কে (Lagrange Point1) সংক্ষেপে বলা হয় এল১। পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই স্থানই সূর্যযান আদিত্যর পাখির চোখ।
advertisement
6/7
ল্যাগরেঞ্জ পয়েন্টে মহাকাশযান একটি নির্দিষ্ট ভাবে প্রদক্ষিণ করতে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝখানে দু’জনেরই মাধ্যাকর্ষণ টানের প্রভাবে এই স্থানে মহাকাশযান একভাবে ঘুরতে থাকে। তাই একে বলা হয় মহাকাশের পার্কিং স্পট। ফলে জ্বালানি ব্যয় হয় না।
advertisement
7/7
ল্যাগরেঞ্জ পয়েন্ট১-ই হয়ে উঠবে ইসরো-র সূর্যযানের বিচরণক্ষেত্র। তাই তার মূল নামের পাশে যোগ হয়েছে L1 শব্দটা। যেটি আসলে Lagrange Point1-এর সংক্ষিপ্ত রূপ।