করোনা সংক্রমণের ফলে বিপুল ক্ষতির মুখে হিরে বাণিজ্য! সুরাতে শুধুই বিষাদ
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
সুরাত হিরে ব্যবসার কেন্দ্র। কিন্তু লকডাউনের ফলে সেখানেও এসে লেগেছে বিষাদের ছায়া।
advertisement
1/5

• করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই এসেছে লকডাউন। আর সেই লকডাউনে অন্য অনেক ব্যবসার মতোই ক্ষতির মুখে পড়েছে সুরাতের হিরে বাণিজ্য। মাঝে এক–দু’দিনের জন্য দোকান খুললেও আবার করোনা সংক্রমণ দেখা দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে সব।
advertisement
2/5
• আর সেই কারণেই ক্রমে সুরাট ছেড়ে চলে যাচ্ছেন কর্মীরা। যাঁরা বিভিন্ন হিরের দোকানে কাজ করতেন। এঁদের বেশির ভাগই সৌরাষ্ট্র এলাকার বাসিন্দা। কাজ না থাকায় এঁদের ফিরে যাওয়া ছাড়া উপায় নেই।
advertisement
3/5
• তাই অনেকেই একেবারে দোকানপাট, নিজের সম্পত্তি গুছিয়ে পাড়ি দিচ্ছেন অন্যত্র। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৫০০ পরিবার এখনও পর্যন্ত এলাকা ছেড়েছে।
advertisement
4/5
• যার ফলে কী ভাবে আবার এই অংশের হিরের বাণিজ্য মাথা তুলে দাঁড়াতে পারবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে অনেকের মধ্যেই।
advertisement
5/5
• দেখা গিয়েছে, ১৬০ টি ডায়মন্ড ইউনিট লকডাউনের সময় টাকা দিতে পারছে না। ফলে শ্রমিকরা যেতে বাধ্য হচ্ছেন। সুরাতের ভারাচা এলাকা, যেখানে শ্রমিকরা থাকতেন, সেখানে দ্রুত বাড়ি খালি হয়ে যাচ্ছে। একটা আস্ত বাণিজ্য অঞ্চল তাই সংকটের মুখে পড়েছে।