ভোটমুখী তামিলনাড়ুতে SIR-র তালিকা প্রকাশ...! বাদ ৯৭ লক্ষেরও বেশি ভোটার, শুধু চেন্নাইতেই মুছল ১৪ লক্ষ নাম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tamil Nadu SIR List: দেশ জুড়ে ১২ রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ভারতের নির্বাচন কমিশন আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর তামিলনাড়ুর রাজ্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় চেন্নাই, কোয়েম্বাটোর, ডিন্ডিগুল, কারুর ও কাঞ্চিপুরম-সহ বহু জেলা থেকে খসড়া তালিকাতে বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।
advertisement
1/6

দেশ জুড়ে ১২ রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ভারতের নির্বাচন কমিশন আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর তামিলনাড়ুর রাজ্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় চেন্নাই, কোয়েম্বাটোর, ডিন্ডিগুল, কারুর ও কাঞ্চিপুরম-সহ বহু জেলা থেকে খসড়া তালিকাতে বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।
advertisement
2/6
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্যভাবে নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানী চেন্নাই সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদের রেকর্ড করে ফেলেছে ভোটার তালিকার খসড়া লিস্টে।
advertisement
3/6
খসড়া SIR তালিকা অনুসারে, চেন্নাইতে ১৪.২৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে ভোটার সংখ্যা আগের ৪০.০৪ লক্ষ থেকে কমে ২৫.৭৯লাখে এসে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন একাধিক কারণ দর্শিয়ে নাম বাদের তালিকা প্রকাশ করেছে।
advertisement
4/6
মৃত্যুর কারণে বাদ যাওয়া নামের মধ্যে রয়েছে ১.৫৬ লক্ষ ভোটারের নাম। আবার ২৭,৩২৩ জন ভোটারকে তাঁদের নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি বলে নাম বাদ পড়েছে। অন্যদিকে, ১২.২২ লাখ ভোটার ঠিকানা স্থানান্তরিত হয়েছেন বলে রিপোর্ট করেছেন এবং ১৮,৭৭২ জন ভোটারের ক্ষেত্রে দ্বৈত তালিকাভুক্তির ঘটনা ঘটেছে বলে কমিশনের তালিকায় প্রকাশ।
advertisement
5/6
চেন্নাই ছাড়া অন্যান্য জেলাগুলিতেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে খসড়া ভোটার লিস্টে। কোয়েম্বাটুরে ৬.৫০ লাখ ভোটার বাদ পড়েছে, যেখানে ডিন্ডিগুলে ২.৩৪ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।
advertisement
6/6
এই নিবিড় সংশোধনের ফলে এই দুই জেলায় ভোটার সংখ্য ১৯.৩৫ লাখ থেকে কমে ১৬.০৯ লাখে এসে দাঁড়িয়েছে। করুরে ৭৯,৬৯০ জন ভোটার বাদ পড়েছে, যার ফলে ভোটার সংখ্যা ৮.৭৯ লাখ থেকে কমে ৮.১৮ লাখে এসে দাঁড়িয়েছে, যেখানে কাঞ্চিপুরমে ২.৭৪ লাখ ভোটারের নাম বাদ পড়েছে।