TRENDING:

প্রাণ বাঁচাতে ৭০ মিনিটের মরিয়া চেষ্টা, সুষমার মৃত্যুর পর হাউহাউ করে কাঁদলেন চিকিৎসকও...

Last Updated:
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন যে রাত ১০.৫০এ নেত্রীর মৃত্যু হয়৷ সুষমাকে হাসপাতালে নিয়ে আসার আগেই AIIMS-এর চিকিৎসকদের সতর্ক করা হয়েছিল৷ অ্যাম্বুলেন্সে করে তারপর AIIMS-এ পৌঁছন অসুস্থ সুষমা৷
advertisement
1/8
প্রাণ বাঁচাতে ৭০ মিনিটের মরিয়া চেষ্টা,সুষমার মৃত্যুর পর কাঁদলেন চিকিৎসকও
অসুস্থ হওয়ার পরই সুষমা স্বরাজকে নিয়ে আসা হয় দিল্লির AIIMS-এ৷ তড়িঘড়ি শুরু হয় তাঁর চিকিৎসা৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা বুঝে যান যে সুষমার কার্ডিয়্যাক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছে৷
advertisement
2/8
তারপর তাঁকে দেওয়া হয় শক ট্রিটমেন্ট দেওয়া হয়৷ হার্ট পাম্পও করা হয়৷ দীর্ঘ ৭০ মিনিট ধরে চলে এই চিকিৎসা৷ দেশের প্রাক্তন বিদেশমন্ত্রীকে বাঁচাতে মরিয়া চেষ্টা করেন চিকিৎসকরা৷
advertisement
3/8
ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯.২৬৷ শারীরিক অসুস্থতা নিয়ে বিজেপি নেত্রী সুষমা স্বরাজকে নিয়ে আসা হয় দিল্লির AIIMS-এ৷
advertisement
4/8
এরপর সুষমার চিকিৎসার জন্য নিয়োগ করা হয় এক দল চিকিৎসককে৷ প্রচুর চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি৷ জানা গিয়েছে যে সুষমার মৃত্যুর পর ২জন জুনিয়ার ডাক্তার কেঁদে ফেলেছিলেন৷
advertisement
5/8
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন যে রাত ১০.৫০এ নেত্রীর মৃত্যু হয়৷ সুষমাকে হাসপাতালে নিয়ে আসার আগেই AIIMS-এর চিকিৎসকদের সতর্ক করা হয়েছিল৷ অ্যাম্বুলেন্সে করে তারপর AIIMS-এ পৌঁছন অসুস্থ সুষমা৷
advertisement
6/8
কিছক্ষণের মধ্যেই চিকিৎসকরা বুঝতে পারেন যে সুষমা হৃদরোগে আক্রান্ত হয়েছেন৷ প্রথম ১০ থেকে ১৫ মিনিট CPR কাজ করেনি ঠিক করে৷ সেটা কাজ না করায় আবারও তাঁর হার্ট পাম্প করা হয়৷
advertisement
7/8
হার্ট ডিপার্টমেন্টের প্রধান ভিকে বহাল ও তার অধীনস্ত চিকিৎসক এবং চিকিৎসক প্রবীণ আগ্রওয়াল ভেন্টিলেশনের ব্যবস্থা করেন৷ কিন্তু কোনও কিছুই কাজে আসেনি৷
advertisement
8/8
সব চেষ্টা ব্যর্থ করে মারা যান সুষমা স্বরাজ৷ শোকস্তব্ধ রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ছবি/দেশ/
প্রাণ বাঁচাতে ৭০ মিনিটের মরিয়া চেষ্টা, সুষমার মৃত্যুর পর হাউহাউ করে কাঁদলেন চিকিৎসকও...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল