Supreme Court: 'ধরে জেলে ঢুকিয়ে দিন!' দেশের গুরুত্বপূর্ণ মামলায় বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের! প্রধান বিচারপতি বললেন, 'ব্যবস্থা নিতে লজ্জা কীসের?' কোন মামলা জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: প্রধান বিচারপতির মতে, এটি কোনও নিয়মিত ব্যবস্থা নয়। তবে কৃষকদের লাগামহীনভাবে শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।
advertisement
1/7

শস্যের গোড়া পোড়ানো নিয়ে ফের কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। রাজধানী দিল্লির বায়ুদূষণ মামলায় দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই স্পষ্ট জানালেন, ‘কয়েক জনকে ধরে জেলে পাঠিয়ে দিন, তাহলেই সবার কাছে সঠিক বার্তা পৌঁছবে।’’
advertisement
2/7
প্রধান বিচারপতির মতে, এটি কোনও নিয়মিত ব্যবস্থা নয়। তবে কৃষকদের লাগামহীনভাবে শস্যের গোড়া পোড়ানো বন্ধ করতে এ ধরনের পদক্ষেপ জরুরি। তাঁর কথায়, ‘‘কৃষকেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে তাঁদের হাতে পরিবেশ নষ্টের লাইসেন্স তুলে দেওয়া হবে।’’
advertisement
3/7
প্রসঙ্গত, শস্যের গোড়া পোড়ানো মূলত দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশে। ফসল ঘরে তোলার পরে পরবর্তী চাষের জন্য ক্ষেত দ্রুত পরিষ্কার করতে কৃষকেরা গোড়া পুড়িয়ে দেন। এতে খরচ কম হলেও বায়ুমণ্ডলের গুণমান ভয়াবহভাবে নষ্ট হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই কারণে রাজধানীর দূষণ শীতকালে ভয়ানক আকার নেয়।
advertisement
4/7
বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন পঞ্জাব সরকারের আইনজীবী রাহুল মেহরা। তাঁকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনারা কেন শাস্তিমূলক পদক্ষেপ নেবেন না? যদি সত্যিই পরিবেশ রক্ষা উদ্দেশ্য হয়, তবে কৃষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লজ্জা কিসের?’’
advertisement
5/7
এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি আরও জানান, সংবাদপত্রে তিনি পড়েছেন শস্যের গোড়া জৈব জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। তাঁর কথায়, ‘‘আমরা এটিকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো দেখতে পারি না। কৃষকেরা দেশের মেরুদণ্ড, কিন্তু পরিবেশ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।’’
advertisement
6/7
আদালতবান্ধব আইনজীবী অপরাজিতা সিং জানান, গত কয়েক বছরে সরকার কৃষকদের উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। তবুও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁর মতে, পরিবেশ রক্ষায় আরও কঠোর ব্যবস্থা ছাড়া উপায় নেই। পঞ্জাব সরকারের আইনজীবী আদালতে সওয়াল করেন, ‘‘গ্রেফতার হওয়া কৃষকদের অনেকেই ছোট জমির মালিক। তাঁদের জেলে পাঠালে তাঁদের পরিবার অনাহারে পড়বে।’’ এই প্রসঙ্গে প্রধান বিচারপতির বক্তব্য, ‘‘এটি নিয়মিত প্রক্রিয়া নয়। কিন্তু বার্তা দিতে কয়েক জনকে গ্রেফতার করতেই হবে।’’
advertisement
7/7
গত কয়েক বছরে শস্যের গোড়া পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে। ২০২৪ সালে আদালত সরাসরি পঞ্জাব ও হরিয়ানার মুখ্যসচিবদের তলব করেছিল। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আদালতের মতে, দূষণ ঠেকাতে দৃশ্যমান পরিবর্তন আনতে হলে শাস্তিমূলক পদক্ষেপ ছাড়া আর কোনও পথ নেই।