Sunanda Pushkar-Shashi Tharoor: ৭ বছরের মামলা থেকে মুক্ত শশী থারুর! কতটা রহস্যময় ছিল সুনন্দা পুষ্করের মৃত্যু
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sunanda Pushkar-Shashi Tharoor: সুনন্দার দেহ দিল্লির লীলা প্যালেস হোটেল থেকে উদ্ধার হয় ২০১৪-র ১৭ জানুয়ারি।
advertisement
1/8

অবশেষে নিষ্কৃতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ২০১৪ সালে মৃত্যু হয় তাঁর স্ত্রী তথা ব্যবসায়ী সুনন্দা পুষ্করের। সেই রহস্যমৃত্যুতে শশী থারুরের বিরুদ্ধেই ওঠে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। সেই মামলার থেকে অবশেষে নিস্তার পেলেন কংগ্রেস নেতা। দেখে নেওয়া যাক ঠিক কী কী হয়েছিল।
advertisement
2/8
২০১৪-র ১৬ জানুয়ারি পাকিস্তানি সাংবাদিক মেহর তারার এর সঙ্গে টুইটারে বেশ কিছুক্ষণ বাকযুদ্ধ চলে। এই পাক সাংবাদিকের সঙ্গে সেই সময়ে শশী থারুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও অভিযোগ রয়েছে।
advertisement
3/8
এর ঠিক পরের দিন অর্থাৎ ১৭ জানুয়ারি ২০১৭-য় দিল্লির লীলা প্যালেস হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দার দেহ। ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় মৃত্যুর কারণ বিষক্রিয়া।
advertisement
4/8
এর পরে চিকিৎসকদের বেশ কিছু রিপোর্ট থেকে দেখা যায়, সুনন্দার হাতে বেশ কয়েকটি চোটের দাগ রয়েছে। এমনকি মুখেও রয়েছে আঘাতের দাগ। অ্যাংজাইটি কমানোর ওষুধ অ্যাপ্রোজোলামেরও চিহ্ন মেলে তাঁর শরীরে।
advertisement
5/8
তদন্ত ভার নেয় দিল্লি পুলিশ। অন্যদিকে এইমস এর চিকিৎসকরা দাবি করেন, তাঁদেরকে ময়নাতদন্ত রিপোর্ট বদলে দেওয়ার জন্য জোর করা হয়েছিল।
advertisement
6/8
২০১৫র জানুয়ারিতে দিল্লি পুলিশ জানায় এটি আত্মহত্য়া নয়। খুন। মৃত্যুর আগে শেষ সুনন্দার সঙ্গে কথা হয় সাংবাদিক নলিনী সিং এর।
advertisement
7/8
শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ পারিবারিক হিংসা এবং ৩০৬ আত্মহত্যায় প্ররোচনা ধারায় অভিযোগ আনে দিল্লি পুলিশ। অবশেষে সেই মামলা থেকে ছাড় পেলেন তিনি।
advertisement
8/8
স্ত্রীয়ের মৃত্যু মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর শশী থারুর বলেছেন, 'আদালতের প্রতি কৃতজ্ঞ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।'