Suhagrat Spoiled: হায় কপাল, আশায় বুক ভরে নতুন বর ঢুকল ফুলশয্যার ঘরে, বাইরে বেরিয়ে এসে সে যা বলল
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Phulsojja: এমন রাতে কত আশা বেঁধে নতুন জীবন শুরু করে মানুষ, উত্তরপ্রদেশে যা হয়ে গেল
advertisement
1/8

বিয়ে মানুষের জন্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়৷ বিয়ে, ফুলশয্যা, হানিমুন সব নিয়েই মানুষই নানারকম ভাবনাচিন্তা করে থাকে৷ আর সেই স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে মানুষের গোটা জীবনটাই একেবারে দিশেহারা হয়ে যায়৷ এমন এক ফুলশয্যার ঘটনা সামনে এসেছে যাতে নতুন বর ফুলশয্যার রাতে বেডরুমে দেখে এমন জিনিস দেখেন যে তিনি পুরো দিগভ্রষ্টের মতো হয়ে যান৷ Photo - representative
advertisement
2/8
উত্তরপ্রদেশের জালাউনে এমনই কিছু ঘটেছিল৷ এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল বালার এক সুন্দরী মেয়ের৷ যাঁকে প্রথম দেখাতেই যুবকটি প্রেমে পড়েছিল। কোনপক্ষই দেরি করতে চায়নি, একে অপরকে প্রেমের কথা জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
advertisement
3/8
এরপর বিয়ে মেটে ফুলশয্যার রাতের জন্য অপেক্ষায় ছিলেন বর রাজা। অতিথিরা চলে যেতেই সুহাগরাতের জন্য বেডরুমে পৌঁছে যান সুন্দরী বউয়ের সদ্য বিবাহিত স্বামী৷ মুড ছিল সেলিব্রেশনের৷ Photo - representative
advertisement
4/8
বেডরুম ঢুকেই তাঁর মেজাজ বিগড়ে যায়। ফুলশয্যার ঘর থেকে বাইরে আসতেই তিনি বললেন, কনে ঘরে নেই। এ কথা শুনে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। Photo - representative
advertisement
5/8
কোথায় গেল নববধূ খুঁজতে চক্ষু চড়কগাছ সকলের৷ সে আসলে ডাকাত বধূ বা সোজা কথায় লুটেরি দুলহন! এভাবে একাধিক কেসে সে তাঁর নতুন শ্বশুরবাড়ির লোকজনকে দীর্ঘদিন ধরে প্রতারণা করেছে। ডাকোর থানা এলাকায় ডাকাত বধূর কাণ্ড প্রকাশ্যে আসার পর এখন হতবাক শ্বশুরবাড়ির লোকজন। Photo - representative
advertisement
6/8
যে মেয়ের সঙ্গে বরের বাবা তাঁর ছেলের বিয়ে দিয়েছিল সে আসলে আগে থেকেই বিবাহিত। লুটেরি দুলহন একা ছিল না, ডাকাতির সঙ্গে জড়িত ছিল বড় একটি চক্র। এই মেয়েটি এই ছেলেটির মতোই বিভিন্ন লোককে ফাঁদে ফেলে, তারপর তাঁকে বিয়ে করে এবং বিয়ের রাতেই গয়না, টাকা ও উপহার সব নিয়ে পালিয়ে যায়। মেয়েটি দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। Photo - representative
advertisement
7/8
ডাকাত মেয়ে নেহা যাদবের টার্গেট হলেন জালাউনের যুবক বীর সিং। নেহা ওই যুবককে বিয়ে করে এবং বিয়ের রাতে গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়। এরপরই পরিবারের লোকজন পাত্রীকে খুঁজতে থাকে। তাঁকে কোথাও খুঁজে না পেলে, নতুন বর কনের পার্স দেখতে পায় সেখানে মেয়েটির আধার কার্ডটি ছিল, যেখানে তাঁর নাম আলাদা ছিল এবং সে ইতিমধ্যে বিবাহিত তা লেখা ছিল৷ Photo - representative
advertisement
8/8
আধার কার্ড মেলার পরই ফাঁস হয়েছে ডাকাত বধূ ও তার দলেক কর্মকাণ্ড। ইতিমধ্যে বিবাহিত ডাকাত পাত্রীর খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ বিভাগ। এ ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীরা একটি অভিযোগপত্র দিয়েছেন, যাতে তাঁরা অভিযোগ করেছেন যে মেয়েটির সঙ্গে তাঁদের ছেলের বিয়ে হয়েছে সে ডাকাত। Photo - representative