TRENDING:

ঘুমের ওষুধ খাইয়ে রাজধানী এক্সপ্রেসে ছাত্রীর শ্লীলতাহানি করলেন টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী

Last Updated:
advertisement
1/5
ঘুমের ওষুধ খাইয়ে রাজধানী এক্সপ্রেসে ছাত্রীর শ্লীলতাহানি করলেন টিকিট পরীক্ষক
♦ রাজধানী এক্সপ্রেসে শ্লীলতাহানির শিকার হলেন এক ছাত্রী। ট্রেনের টিকিট পরীক্ষক ও এক প্যান্ট্রি কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেসে।
advertisement
2/5
♦ এই ঘটনা মঙ্গলবার ট্যুইট করে জানান তাঁর সঙ্গে থাকা আরেক ছাত্রী। তিনি অভিযোগ করেন, ওই প্যান্ট্রি কর্মী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ফলে অচেতন হয়ে পড়েন ওই ছাত্রী। তারপরেই দুজনে মিলে শ্লীলতাহানি করেন তাঁর।
advertisement
3/5
♦ রেলমন্ত্রককে ট্যাগ করে টুইটে ওই ছাত্রী লেখেন, “আমার সামনেই ওই ছাত্রীকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দেওয়া হয়। তারপর দুজনে মিলে শ্লীলতাহানি করেন। এই ঘটনায় এফআইআর না করা হলে কি রেলমন্ত্রক কোনও ব্যবস্থা নেবে।
advertisement
4/5
♦ নাকি ওই কর্মীরা এ ভাবে আরও যাত্রীদের সঙ্গে এই কাজ করবেন।” টুইটে তিনি জানিয়েছেন, এই ঘটনার পর থেকে খুব ভয়ের মধ্যে রয়েছেন ওই ছাত্রী।
advertisement
5/5
♦ এই ঘটনার পরেই জিআরপির কাছে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। রেল দফতরের তরফে টুইটে উত্তর দেওয়া হয়েছে, “এই ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা ওই টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মীকে চিহ্নিত করেছি। তাঁদের তদন্তের জন্য ডাকা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাঁচির ডিআরএম।
বাংলা খবর/ছবি/দেশ/
ঘুমের ওষুধ খাইয়ে রাজধানী এক্সপ্রেসে ছাত্রীর শ্লীলতাহানি করলেন টিকিট পরীক্ষক ও প্যান্ট্রি কর্মী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল