TRENDING:

প্রেমের তুমুল জয়, নিম্নাঙ্গ অসাড়, হুইলচেয়ার বসা স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা, নববধূর তুমুল নাচ

Last Updated:
‘হোগি প্যায়ার কি জিত’ ...
advertisement
1/5
নিম্নাঙ্গ অসাড়, হুইলচেয়ার বসা স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা, নববধূর তুমুল নাচ
প্রেম বিষয়টিই দারুণ সুন্দর৷ মানুষ যখন প্রেমে থাকে তখন অন্যদিকের কোনও খামতিও চোখে পড়ে না৷ প্রেমের কাছে সব কিছুই হার মানে৷ এরকমই ঘটনা ঘটল সুন্দর শহর চণ্ডীগড়ে৷ সোমবার দিন হুইল চেয়ারে বসা বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন একেবারে ‘সুস্থ’ তরুণী৷ ২৯ বছরের রাহুল ২০১৬ সালে একটি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন৷ তারপরেই হুইল চেয়ারই ভরসা হয় তাঁর৷ সেই রাহুলকে ভালোবেসে জীবনসঙ্গী বেছে নিলেন অনামিকা৷ Photo -ANI
advertisement
2/5
চণ্ডীগড়ের স্পাইন রিহ্যাব সেন্টারে বসেছিল এই বিয়ের মেগা আসর৷ অ্যাক্সিডেন্টের পর রাহুলের নিম্নাঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল৷ তারপর থেকে হুইল চেয়ারই রাহুলের ভরসা৷ অনামিকা শারীরিক এই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নতুন জীবনে এই রাহুলকেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন৷ তাঁরা ছোটবেলা থেকে প্রতিবেশী এই দুজন ৷ ২০০৮ থেকে একে অপরকে সঙ্গে প্রেমে তাঁরা৷ Photo -ANI
advertisement
3/5
১৩ মার্চ ২০১৬-র দিনটা রাহুলের জীবনের কালো দিন৷ সেদিনই মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ এরপর পক্ষঘাতগ্রস্ত হয়ে যায় তাঁর নিম্নাঙ্গ৷ অ্যাক্সিডেন্টের পর ঘণ্টার পর ঘণ্টা অনামিকা তাঁর সঙ্গে কথা বলতেন৷ অনামিকা তাঁকে মনোবল জোগাতেন৷ Photo -ANI
advertisement
4/5
রাহুলের বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন৷ তাঁর মা ও বোন শিক্ষকতার সঙ্গে যুক্ত৷ দুপুরে সারা বাড়িতে একা থাকতেন রাহুল ৷ সেই সময় অনামিকা তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন৷ ২০১৮ তে তাঁর বাবার বদলি হয়৷ তাঁরা সকলে কানপুরে চলে গিয়েছিলেন৷ এরপর অনামিকা তাঁদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন৷ Photo -ANI
advertisement
5/5
অনামিকার দাবি রাহুল এত ভালো মানুষ সেটাই তাঁর কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল৷ অনামিকা মা ও বোন ক্যান্সারে মারা গেছেন৷ তাঁর বাবাও কয়েক বছর আগে ব্রেন হ্যামারেজে মারা গেছেন৷ তাই রাহুলের সঙ্গে বাকি জীবন হাসিখুশিতে কাটিয়ে দিতে চান তিনি৷ Photo -ANI
বাংলা খবর/ছবি/দেশ/
প্রেমের তুমুল জয়, নিম্নাঙ্গ অসাড়, হুইলচেয়ার বসা স্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা, নববধূর তুমুল নাচ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল