Special Train Route: উৎসবের মরশুমে সুখবর! যাত্রীর ভিড় ঠেকাতে আরও একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেন, কোন কোন রুটে ছুটবে? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Special Train Route: হোলি উৎসবের মরশুমে বড় ঘোষণা রেলের। চালানো হবে আরও স্পেশাল ট্রেন। জেনে নিন রুট থেকে সময়, যাবতীয় তথ্য এক ক্লিকে।
advertisement
1/5

হোলি উৎসবের মরসুমে যাত্রীদের বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে। ইতিমধ্যে, নারেঙ্গি-গোরখপুর জং-নারেঙ্গি; কাটিহার-অমৃতসর-কাটিহার; কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা; ডিব্রুগড়–নিউ জলপাইগুড়ি –ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি–হাওড়া–নিউ জলপাইগুড়ি; আনন্দ বিহার টার্মিনাল–যোগবানি–আনন্দ বিহার টার্মিনাল; মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী এবং উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি এবং টাটা – কাটিহার - টাটা রুটে চলাচল করা ১৩ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।
advertisement
2/5
অতিরিক্তভাবে, আরও ০২ জোড়া স্পেশাল ট্রেন ডিব্রুগড় – জয়নগর – ডিব্রুগড় এবং ডিব্রুগড় – গোরখপুর – ডিব্রুগড় রুটে চালু করা হবে।স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৪ (ডিব্রুগড় - জয়নগর) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক মঙ্গলবারে ডিব্রুগড় থেকে ০৫:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪:১০ ঘণ্টায় জয়নগর পৌঁছবে।
advertisement
3/5
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৩ (জয়নগর - ডিব্রুগড়) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে জয়নগর থেকে ১৫:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন দুটি ওপরে উল্লেখ করা তারিখ হিসেবে মাত্র দুই ট্রিপের জন্য চলবে।
advertisement
4/5
স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৮ (ডিব্রুগড় - গোরখপুর) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে ডিব্রুগড় থেকে ০৯:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৯:০০ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৯৭৭ (গোরখপুর - ডিব্রুগড়) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বৃহস্পতিবারে গোরখপুর থেকে ২১:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।
advertisement
5/5
ট্রেন দুটি উপরে উল্লেখ করা তারিখ হিসেবে মাত্র দুই ট্রিপের জন্য চলবে। কপিঞ্জল কিশোর শর্মামুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রা করার পূর্বে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।