advertisement
1/7

সাপ শব্দটা শুনলেই প্রথম কীরকম গা শিউড়ে ওঠে ৷ তারওপর যদি সাপের কামড়ের কথা হয় তাহলে তো আর কথাই নেই ৷ সাপে কামড় হলে প্রথমেই ভালো করে একটা জিনিস লক্ষ্য করতে হবে ৷ Photo - Collected
advertisement
2/7
সাপের কামড় দু‘রকমের হয় ৷ একটা ড্রাই বাইট আরেকটি ভেনামাস বাইট ৷ অর্থাৎ একটি কামড় যখন সাপ কামড়ায় কিন্তু বিষ নিঃসরণ করে না ৷ এক্ষেত্রে ভয় কম হলেও ভয় নেই এরকম নয় ৷ এর ফলেও র্যাশ ও ইরিটেশন হয় ৷ ফলে সঙ্গে সঙ্গে সাপের দাঁতের দুটি দাগ যদি থাকে তাহলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ৷ Photo - Collected
advertisement
3/7
ভেনামাস বাইটের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়ানক ৷ সেক্ষেত্রে সাপ কাটার পর বিষও নিক্ষেপ করে ৷ এটা হলে ঘুমের ভাব, কনভালশান, প্যারালিসিসের মতো মারাত্মক পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায় ৷ Photo - Collected
advertisement
4/7
হাতে বা পায়ে যেখানেই সাপে কাটুক সেখানে লাল হয়ে যায় চোখে কম দেখা যায়, দুটি দাঁতের দাগ দেখা যায় নিঃশ্বাসের কষ্ট ৷ কিন্তু এত কিছু হলেও দিশাহীণ হয়ে হাঁপাতে শুরু করবেন না ৷ কারণ তাহলে হার্টরেট বেড়ে যাবে এবং বেশি ব্লাড পাম্প শুরু হয়ে যাবে ৷ যার ফলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে বিষ ৷ Photo - Collected
advertisement
5/7
যাঁকে সাপে কামড়েছে তাঁকে বেশি নড়াচড়া করতে দেবেন না ৷ যেখানে কামেড়েছে সেখানে আংটি বা ব্রেসলেট থাকলে খুলে দিন ৷ জায়গাটা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে তার দু দিকে চেপে বেঁধে দিন ৷ Photo - Collected
advertisement
6/7
সাপে কামড়ানোর পাঁচ মিনিটের মধ্যে টের পাওয়া গেলে সাকশান টুল দিয়ে সাপের বিষ বের করে নেওয়া যেতে পারে ৷ তা নাহলে টাইট করে জায়গাটি বাঁধার পর সেটিকে স্লিং দিয়ে ঝুলিয়ে দিন ৷ Photo - Collected
advertisement
7/7
দ্রুত নিয়ে যান সাপে কামড়ানো মানুষকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যান ৷ কারণ যত দেরি হবে তত জীবনের সম্ভবনা কমে যাবে ৷ Photo - Collected