২৪ ঘণ্টা মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে অমেঠিতে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত স্মৃতি ইরানির
Last Updated:
advertisement
1/5

লোকসভা নির্বাচনে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধিকে পরাস্ত করে অমেঠির সাংসদ নির্বাচিত হয়েছেন স্মৃতি ইরানি। নয়া মোদি সরকারে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অমেঠি সাংসদ । গতকাল অমেঠি এক চমকপ্রদ ঘোষণা করেছেন স্মৃতি ইরানি ।
advertisement
2/5
ইরানি জানিয়েছেন এই অমেঠিতেই নিজের বাড়ি তৈরি করবেন তিনি । এর জন্য গৌরিগঞ্জে এক প্লটও পছন্দ করে ফেলেছেন তিনি ।
advertisement
3/5
গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন ইরানি । রাজনৈতিক মহলের মতে গত ১৫ বছরেও রাহুল যা করেন নি তা করতে চলেছেন ইরানি। ইরানি জানিয়েছেন অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষের জন্য সর্বদা উপস্থিত থাকবেন তিনি ।
advertisement
4/5
'কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না', জানিয়েছেন অমেঠি সাংসদ ।
advertisement
5/5
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তবে অমেঠিতে কোনওদিনই স্থায়ী বাসস্থান ছিল না রাহুল বা সোনিয়ার।