Sikkim Tourists Rescued: ভয়াবহ তুষারপাতে সিকিমে আটক পর্যটকদের উদ্ধার করল সেনা জওয়ানরা, শুরু ফেরার পালা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sikkim Tourists Rescued: উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। দেওয়া হয় খাওয়ার-জল ও অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা।
advertisement
1/6

সিকিমে প্রবল তুষারপাতে আটকে পড়া ১০২৭ জন পর্যটককে উদ্ধার করলেন সেনা জওয়ানরা। শনিবার রাত অবধি চলে উদ্ধার কার্য। উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ও প্রাথমিক শুশ্রূষার ব্যবস্থা করে সেনাবাহিনী। অবশেষে সেনা ছাউনি থেকে ফিরছে পর্যটকবোঝাই ১২০টি গাড়ি।
advertisement
2/6
শনিবার প্রবল তুষারপাতের জেরে না-থুলা পাসের কাছে সিকিমের ছাঙ্গুতে আটকে পড়ে পর্যটকবোঝাই গাড়িগুলি। সেগুলিই দিনের আলো ফুটতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক এক করে ফিরতে শুরু করেছে গ্যাংটকের পথে। উদ্ধারের পর শনিবার রাতে পর্যটকদের সেনাছাউনিতে থাকার ব্যবস্থা করে সেনাবাহিনী। দেওয়া হয় খাওয়ার-জল ও অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা।
advertisement
3/6
বড়দিনের ছুটি তার ওপর তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা ভ্রমণপিপাসু পর্যটকদের হাজির করেছে সিকিমের স্বর্গীয় সৌন্দর্যের টানে। কিন্তু বাঁধ সেধেছে আবহাওয়া। গত কয়েকদিন ধরেই ব্যাপক তুষারপাত চলছিল সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু প্রভৃতি এলাকায়।
advertisement
4/6
একটানা তুষারপাতের ফলে রাস্তা কয়েক মিটার পুরু বরফের চাদরে ঢেকে যায়। এর জেরে যানচলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় ২৭৫টি পর্যটক বোঝাই গাড়ি ছাঙ্গুতে আটকে পড়েছিল। বেড়াতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।
advertisement
5/6
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনা জওয়ানদের সাহায্য নেয় প্রশাসন। জানা যাচ্ছে, শনিবার থেকেই পর্যটকদের উদ্ধারকার্য চালান সেনা জওয়ানরা। শনিবার রাত পর্যন্ত সেখানে আটকে থাকা প্রায় হাজারের বেশি পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement
6/6
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আবহাওয়া পরিষ্কার এবং রাস্তা থেকে বরফ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো কঠিন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলেই সিকিম প্রশাসন জানিয়েছে। প্রতিনিয়ত তাদের খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন। এরপর আজ পরিস্থিতি খানিকটা উন্নত হলে ১২০ টি গাড়িতে পর্যটকদের গ্যাংটকে ফেরানোর বন্দোবস্ত করে সেনাবাহিনী।