Sikkim Snowfall: সিকিমে ফের দুর্যোগ, ঘুরতে গিয়ে আটকে প্রচুর পর্যটক! পরে যা হল
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
ফের বিপর্যয় সিকিমে। পূর্ব সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছে একাধিক পর্যটকেরা। তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে এই বিপর্যয়।
advertisement
1/5

আবহাওয়া স্বাভাবিক হলে গ্যাংটকে নামিয়ে আনারও ব্যবস্থা করা হবে। সিকিমে ঘুরতে গিয়ে বারবার তুষারধসের সম্মুখীন হচ্ছেন পর্যটকরা। কিন্তু সেনাবাহিনীর সাহায্যে অভিভূত পর্যটকেরা৷
advertisement
2/5
সূত্রের খবর অনুসারে, সোমবার পর্যন্ত আটকে ছিল প্রায় ৩০ জন পর্যটক। গতকাল বিকেলে পর্যটকদের উদ্ধার করে সেনাবাহিনী। স্থানীয় সেনা ছাউনিতে নিয়ে আসা হয় তাঁদের। সেখানে পর্যটকদের নিরাপদে রাখা হয়েছে।
advertisement
3/5
প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করে সেনাবাহিনী। পর্যটকদের শৈত্যপ্রবাহ থেকে বাঁচাতে গরম পোশাক, গরম দুধ সহ প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে সেনা জওয়ানেরা।
advertisement
4/5
আবহাওয়া স্বাভাবিক হলে গ্যাংটকে নামিয়ে আনারও ব্যবস্থা করা হবে। সিকিমে ঘুরতে গিয়ে বারবার তুষারধসের সম্মুখীন হচ্ছেন পর্যটকরা। কিন্তু সেনাবাহিনীর সাহায্যে অভিভূত পর্যটকেরা৷
advertisement
5/5
প্রসঙ্গত গত মাসে পূর্ব সিকিমে তুষারধসে ৭জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন বাঙাালি। তাঁদের একজনের বাড়ি কলকাতায়। সিকিম সরকার জানিয়েছে, বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দু'জন উত্তরপ্রদেশের বাসিন্দা।