Sikkim Flood: তিস্তার তুফানি রূপ, ভাঙাচোরা রাস্তাঘাট, নাজেহাল পর্যটকরা,'অপারেশন স্বস্তিক' কি দেবে স্বস্তি
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Sikkim Rescue Operation :'অপারেশন স্বস্তিক' -র মাধ্যমে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু
advertisement
1/5

লাগাতার বৃষ্টির জেরে বেহাল অবস্থা সিকিমে। আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই। কিন্তু অবশেষে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। যোগাযোগ স্থাপন করা সম্ভব হল উত্তর সিকিমের সঙ্গে।
advertisement
2/5
বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন হয়েছে। প্রজেক্ট স্বস্তিক অপারেশন শুরু হয়েছে সিকিমে।
advertisement
3/5
ঝড়বৃষ্টি, ধসের মধ্যেই চলছে দুঃসাহসিক উদ্ধার কাজ করছে বিআরও।প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যেই BRO-র অক্লান্ত প্রচেষ্টায় ফের একবার ধসে বিধ্বস্ত উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে।
advertisement
4/5
মংগন জেলার গুয়াহাটি বেসের ডিফেন্স পাবলিক রিলেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, 'রাস্তা থেকে বড় বড় পাথরের টুকরো সরাতে একাধিক মেশিন এবং শ্রমিক নিয়োগ করা হয়েছিল। অধিকাংশ রাস্তায় বর্তমানে সাফ করা গিয়েছে।
advertisement
5/5
সিকিম সরকারের তরফে এয়ারলিফেটর মাধ্যমে ওই পর্যটকদের উদ্ধারের ভাবনাচিন্তা করা হয়েছিল ৷ কিন্তু সেটাও সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার কারণে ৷বিআরও প্রায় দু’দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে ৷ ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে আবার যোগাযোগ স্থাপন সম্ভব হয় ৷