TRENDING:

Sidharth Malhotra And Kiara Advani | রংমিলিয়ে জামা, জনসমক্ষে সিদ্ধার্থ-কিয়ারা! একে অপরকে যেন চোখে হারাচ্ছেন

Last Updated:
Kiara-Sidharth Wedding: বুধবার নবদম্পতি দিল্লির উদ্দেশে রওনা দেন।
advertisement
1/7
রংমিলিয়ে জামা, জনসমক্ষে সিদ্ধার্থ-কিয়ারা! একে অপরকে যেন চোখে হারাচ্ছেন
প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
advertisement
2/7
প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
advertisement
3/7
একে অপরের গালে এঁকে দেন আদরের চুম্বন৷
advertisement
4/7
বুধবার নবদম্পতি দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে জয়সলমীর বিমানবন্দরে পারাজ্জিদের জন্য পোজ দেন তাঁরা। কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।
advertisement
5/7
দিল্লি পৌঁছেই শুরু হল মিষ্টি বিতরণের পালা৷ দুজনের পরনেই লাল৷
advertisement
6/7
অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত মাসে থেকে বাণী কাপুর।
advertisement
7/7
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
বাংলা খবর/ছবি/দেশ/
Sidharth Malhotra And Kiara Advani | রংমিলিয়ে জামা, জনসমক্ষে সিদ্ধার্থ-কিয়ারা! একে অপরকে যেন চোখে হারাচ্ছেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল