Shocking News: রাতদিন স্ত্রীকে 'কালো, মোটা' গালি, একদিন 'ফর্সা' হওয়ার ক্রিম এনে দিল বর, মাখতেই যা হল...রাগে গা রি রি করে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এত ভালবাসার পরিণতি হল মর্মান্তিক! বিনা অপরাধেই চুড়ান্ততম 'শাস্তি' পেল কৃষ্ণা!
advertisement
1/6

খুব সরল ছিল মেয়েটা! ভণ্ড স্বামীর কুবুদ্ধির সীমা আঁচ করতে পারেনি! মন-প্রাণ দিয়ে স্বামীকেই ভালবাসত লক্ষী। কিন্তু স্বামী কৃষ্ণদাস সুযোগ পেলেই অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য করত কৃষ্ণাকে! তাকে উঠতে বসতে 'মোটা', 'কালো' বলে অপমান, গালি-গালাজ করত! কিন্তু সহজ-সরল কৃষ্ণা সেই অপমানও গায়ে মাখত না! মুখ বুজে সব সহ্য করে, হাসিমুখে স্বামীর সংসার করত! কিন্তু এত ভালবাসার অন্তিম পরিণতি হল মর্মান্তিক! বিনা অপরাধেই চুড়ান্ততম 'শাস্তি' পেল কৃষ্ণা!
advertisement
2/6
কৃষ্ণদাস স্ত্রী কৃষ্ণার মধ্যে শুধু খুঁতই খুঁজত! সারাদিন তাকে 'কালো' বলে খোঁটা দিত। কথায় কথায় বলত, 'তুমি আমার যোগ্য নয়'। কিন্তু একদিন নৃশংসতার সব সীমা-পরিসীমা ছাড়িয়ে ফেলল কৃষ্ণদাস। বাড়ি ফিরে সে স্ত্রীকে একটা ক্রিম দিয়ে বলল, ' তুমি এটা মাখ, ফর্সা হয়ে যাবে।' স্বামীর কথামতো কৃষ্ণা সারা শরীর ও মুখে সেই ক্রিম মাখল, আর তার পরেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা...
advertisement
3/6
বেচারি কৃষ্ণা জানতই না, স্বামী তাকে ফর্সা হওয়ার যে ক্রিম দিয়েছিল, সেটি আদতে খুব ক্ষতিকর এবং দাহ্য একটি কেমিক্যাল। কেমিক্যালটি সারা শরীরে মাখার পর সে স্বামীর কাছে যায় আর তার পরেই কৃষ্ণদাস যা করে, শুনলে রাগে ঘেন্নায় গা রি-রি করে উঠবে!
advertisement
4/6
কৃষ্ণা ফর্সা হওয়ার ক্রিম ভেবে যে ক্রিমটা মেখেছিল, সেটি আদতে খুব দাহ্য একটা কেমিক্যাল। নিমেষে আগুন ধরে নেয়। কৃষ্ণা সেই ক্রিমটা মাখার পরই স্বামী কৃষ্ণদাস তার গায়ে জ্বলন্ত ধূপ ছুঁড়ে দেয়। চোখের পলকে দাউদাউ করে জ্বলতে থাকে কৃষ্ণা। চোখের সামনে নিজের স্ত্রীকে জ্বলতে থেকেও বাঁচানোর চেষ্টা করেনি কৃষ্ণদাস! উপরন্তু তার গায়ে বাড়তি কেমিক্যালটাও ঢেলে দেয়।
advertisement
5/6
এহেন নৃশংস অপরাধের পর পালিয়ে যায় কৃষ্ণদাস। কৃষ্ণার আর্তনাদে ছুটে আসে বাড়ির অন্যান্য সদস্য, প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু লক্ষী বাঁচে না! হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
advertisement
6/6
ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। অবশেষে গত মাসেই মাভলি অ্যাডিশনাল জেলা ও সেশন কোর্ট কৃষ্ণদাসকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডর ঘোষণা করে।