ইচ্ছা না থাকলে শারীরিক সম্পর্কে বাধা দিতে পারেন যৌন কর্মীরাও: সুপ্রিম কোর্ট
Last Updated:
advertisement
1/7

• যৌন সম্পর্কে সম্মতি না থাকলে বাধাপ্রদান করতে পারেন যৌন কর্মীরাও, সমাজের অন্যান্য নারীদের মতো তাঁদেরও সেই অধিকার রয়েছে- জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত ৷
advertisement
2/7
• ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের বাতিল একটি রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এদিন জানায়, যৌন কর্মীদেরও শারীরিক সম্পর্কে বাধা দেওয়ার অধিকার রয়েছে ৷ সুপ্রিম কোর্টের নিম্ন আদালত এদিন চার অপরাধীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ৷ ১৯৯৭ সালের দিল্লির একটি গণধর্ষণ মামলায় অভিযুক্ত ওই চারজন এখন জামিনে মুক্ত রয়েছে ৷
advertisement
3/7
• ওই চার অপরাধীকে অবিলম্বে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
advertisement
4/7
• এদিন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও আর ভানুমতীর বেঞ্চ জানায়, কোনও মহিলার ইচ্ছার বিরুদ্ধে সঙ্গম করা অপরাধ ৷ অভিযুক্তরা ওই মহিলার উপর মিথ্যে অভিযোগ এনেছিল ৷ ওই মহিলা যৌনকর্মী বলে উল্লেখ করা হয়েছিল ৷
advertisement
5/7
• আদালত জানায়, যৌনকর্মী হলেও তাঁর সঙ্গে জোর করে সঙ্গম করার অধিকার কারও নেই ৷
advertisement
6/7
sex worker5
advertisement
7/7
sex worker6