গতিপথ বদলালো ‘বায়ু’, ভূখণ্ডে না ঢুকলেও প্রবল ঝড়বৃষ্টিতে তোলপাড় গুজরাত
Last Updated:
advertisement
1/9

• পূর্বাভাস ছিল বুধবারই গুজরাতের উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’ ৷ কিন্তু উপকূলের কাছে এসেও গতিপথ পরিবর্তন করল ‘বায়ু’ ৷ ছবি: পিটিআই
advertisement
2/9
• মৌসম ভবন জানাচ্ছে, গুজরাতের মূল ভূখণ্ডে আছড়ে না পড়ে উপকূলের সমান্তরালে এগিয়ে যাচ্ছে ‘বায়ু’ ৷ ফলে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ আক্রমণ থেকে নিষ্কৃতি মিললেও দুর্যোগের কমতি নেই ৷
advertisement
3/9
• গুজরাতের উপকূলে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড়বৃষ্টি ৷
advertisement
4/9
• গুজরাত উপকূল থেকে গত দু’দিনে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
advertisement
5/9
• মৌসম ভবনের অ্যাডিশনাল ডিরেক্টর দেবেন্দ্র প্রধান পিটিআইকে জানিয়েছেন, উপকূলের সনান্তরালে অগ্রসর হয়ে সামান্য পশ্চিম দিকে বাঁক নেবে ‘বায়ু’ ৷ ফলে গির সোমনাথ, জুনাগড়, দিউ, পোরবন্দর, দেবভূমি-দ্বারকায় আছড়ে পড়তে পারে ‘বায়ু’ ৷
advertisement
6/9
• বৃহস্পতিবার বিকেলে ‘বায়ু’র গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার ৷
advertisement
7/9
• উপকূল সুরক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, বায়ুসেনা, নৌসেনা এবং সীমান্ত রক্ষা বাহিনীকে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে ৷
advertisement
8/9
• এখনও পর্যন্ত বায়ুর জেরে গুজরাতে মৃত্যু হয়েছে ৬ জনের ৷ নর্মদা ও তাপি এলাকায় ৪ জনের মৃত্যু হয়েছে ৷ ডাঙ্গ ও গান্ধিনগরে ২ জনের মৃত্যু ৷ বিদ্যুৎপৃষ্ট হয়ে বা গাছ পড়ে মৃত্যু হয়েছে এদের বলে জানা গিয়েছে ৷ ছবি: পিটিআই
advertisement
9/9
• ৭০ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ৷ উপকূলবর্তী এলাকাগুলিতে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে ৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ছবি: পিটিআই