IMD Monsoon Alert Update: ধেয়ে আসছে অশনি! আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! ১৮ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি! কতটা প্রভাব বাংলায়?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
IMD Monsoon Alert Update: গুজরাতের এই নিম্নচাপ থেকে ঝারখান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
1/10

মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশ। দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগর ও গুজরাতে কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ওড়িশা কভার করে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের বেশিরভাগ অংশে বর্ষার অবস্থান। এদিকে বাংলা ও উড়িষ্যার সমস্ত এলাকা কভার করে ঝাড়খন্ড ও বিহারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু।
advertisement
2/10
আগামী দু'দিনে সম্পূর্ণ গুজরাত এবং উত্তর আরব সাগর এবং ঝাড়খন্ড ও বিহারের সম্পূর্ণ অংশ পেরিয়ে উত্তরপ্রদেশে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দিশা ইনডোর পাঁচমাড়ি মান্ডালা অম্বিকাপুর হয়ে হাজারীবাগ এর ওপর অবস্থান করছে।
advertisement
3/10
সিস্টেমআসাম এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। গুজরাত এলাকায় আরও একটি নিম্নচাপ রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তরমুখী এগোবে।
advertisement
4/10
গুজরাতের এই নিম্নচাপ থেকে ঝারখান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
5/10
ভিনরাজ্যেপ্রবল বৃষ্টির চরম সতর্কতা মেঘালয় ঝাড়খন্ড হরিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ অসম মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। বিহার ছত্রিশগড় কর্ণাটক গুজরাত কঙ্কন ও গোয়া মধ্য মহারাষ্ট্রেও অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
6/10
ভারী বৃষ্টির সতর্কতা রাজস্থান, উত্তরপ্রদেশ, কেরল, মাহে, কর্ণাটক, তামিলনাডু, পন্ডিচেরি। কাল উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস মধ্যপ্রদেশে।
advertisement
7/10
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অরুণাচল প্রদেশ মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা বিহার ঝাড়খন্ড কর্ণাটক রাজস্থান উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে।
advertisement
8/10
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা দিল্লি কর্ণাটক মারাঠাওয়াড়া হিমাচল প্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা সিকিম ও উত্তরবঙ্গে। স্ট্রং সারফেস উইন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কর্ণাটক কেরল মাহে কঙ্কন গোয়া লাক্ষাদ্বীপ ওড়িশা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল।
advertisement
9/10
দক্ষিণ-পশ্চিম, পশ্চিম মধ্য আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব মধ্য আরব সাগরের কিছু অংশেও সমুদ্র উত্তল থাকবে।। সমুদ্রের ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ সর্বোচ্চ ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
advertisement
10/10
কঙ্কন গোয়া কেরল কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ ওড়িশা বাংলা লাক্ষাদ্বীপ মালদ্বীপ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস থাকবে।মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও সমুদ্র বেশ উত্তাল থাকবে। ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের এই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।