রাস্তা জুড়ে শুধুই বরফ, সিমলায় জমিয়ে তুষারপাত
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
রাস্তা জুড়ে শুধুই বরফ, সিমলায় জমিয়ে তুষারপাত
advertisement
1/5

সিমলার তাপমাত্রা এ মুহূর্তে মাইনাস ২ ৷ গত কয়েকদিন ধরেই তুমুল তুষারপাত গোটা হিমাচল প্রদেশজুড়ে ৷
advertisement
2/5
সিমলার রাস্তা পুরোটাই ঢেকে গিয়েছে বরফে ৷ রাস্তার পাশের বসার চেয়ার পুরোটাই বরফে ঢাকা ৷
advertisement
3/5
2
advertisement
4/5
আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকটা দিন এভাবেই চলবে ৷ রোদ উঠলেও, রাত হতেই ঠান্ডা বাড়বে সঙ্গে তুষারপাত ৷
advertisement
5/5
এরই মধ্যে বহু পর্যটক রওনা দিয়েছেন সিমলা ৷ শুধুমাত্র বরফ দেখতেই সিমলায় ভিড় জমাচ্ছেন মানুষেরা ৷