TRENDING:

বিহারে আসন রফা চূড়ান্ত! ১২১ আসনে লড়বে বিজেপি, জেডিইউ পেল ১২২ আসন

Last Updated:
ইতিমধ্যেই একক ভাবে বিহার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে রামবিলাস ও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি৷
advertisement
1/6
বিহারে আসন রফা চূড়ান্ত! ১২১ আসনে লড়বে বিজেপি, জেডিইউ পেল ১২২ আসন
বিহারের বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ-এর মধ্য আসন রফা চূড়ান্ত হয়ে গেল৷ এ দিনই সরকারি ভাবে সেই ঘোষণা করে দেওয়া হল৷ ইতিমধ্যেই বিহারে এনডিএ-এর বাইরে বেরিয়ে গিয়ে একক ভাবে নির্বাচনে লড়ার ঘোষণা করে দিয়েছে লোক জনশক্তি পার্টি৷
advertisement
2/6
বিহারে মোট ২৪৩টি আসনে ভোট গ্রহণ হবে৷ তার মধ্যে ১১৫টি আসনে লড়বে নীতীশ কুমারের জেডিইউ৷ আর বিজেপি লড়বে ১১২টি আসনে৷ অর্থাৎ দুই দল মিলিয়ে ২২৭টি আসনে লড়বে৷
advertisement
3/6
বাকি ১৬টি আসন ছোট শরিক দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে৷ মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়া মুকেশ সাহনির বিআইপি-কে দেওয়া হয়েছে ৯টি আসন৷ হ্যাম লড়বে ৭টি আসনে৷
advertisement
4/6
আসন বণ্টনে ক্ষেত্রে মোট ১২২টি আসন দেওয়া হয়েছিল জেডিইউ-কে৷ তার মধ্য থেকে তাঁরা HAM-কে ৭টি আসন ছাড়ছে৷ একই ভাবে নিজেদের ১২১টি আসনের মধ্যে থেকে ৯টি BIP-কে ছাড়ছে বিজেপি৷
advertisement
5/6
এ দিন প্রার্থী আসন বণ্টন নিয়ে ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে যান দেবেন্দ্র ফড়নবিশ, উপমু্খ্যমন্ত্রী সুশীল মোদি, ভুপেন্দ্র যাদবের মতো বিজেপি নেতারা৷ প্রায় দেড় ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা চলে৷
advertisement
6/6
নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে না নেওয়ায় এবং দাবি অনুযায়ী আসন না পেয়ে ইতিমধ্যেই একক ভাবে বিহার নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে রামবিলাস ও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি৷ তবে জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী দিলেও তারা বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না৷
বাংলা খবর/ছবি/দেশ/
বিহারে আসন রফা চূড়ান্ত! ১২১ আসনে লড়বে বিজেপি, জেডিইউ পেল ১২২ আসন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল