TRENDING:

School Holidays March 2024: মার্চ মাসে 'এতদিন' বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:
School Holidays March 2024: শিক্ষার্থীদের জন্য সুখবর! মার্চ মাস জুড়ে শুধু ছুটিই ছুটি? চমকে দেবে তালিকা।
advertisement
1/12
মার্চ মাসে 'এতদিন' বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
ছুটির নাম শুনেই খুশিতে লাফাতে থাকে মন। তা সে শিক্ষার্থীই হন, বা চাকুরিজীবী, স্কুল-কলেজ বা অফিস বন্ধ থাকলে ভাল লাগে সবারই। আর বিশেষ করে কচিকাঁচাদের তো আনন্দ আর ধরে না। এমনকি বড়রাও চটপট করতে বসে যান বেড়ানোর প্ল্যান।
advertisement
2/12
যেকোনও পড়ুয়াকে ছুটি নিয়ে প্রশ্ন করা হলে দেখা যাবে, স্কুল যাওয়ার থেকে ছুটির নামেই খুশির ঝলকানিতে ঝলমল করে ওঠে তাদের মুখ। পড়াশোনার বাধাধরা রুটিন থেকে বাঁচতে কে না চায়! বিশেষ করে হঠাৎ পাওয়া ছুটির তো মজাই আলাদা।
advertisement
3/12
তাই মাসের শুরুতেই সবার নজর থাকে ক্যালেন্ডারের দিকে। এমনিতেই বছরের শুরু থেকেই উৎসবের মেজাজে থাকে স্কুল পড়ুয়ারা। কারণ বছরশেষ আর নিউ ইয়ারস ইভ মিলিয়ে ডিসেম্বর, জানুয়ারিতে তো ছুটির শেষ থাকে না। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে-র কারণে ফেব্রুয়ারিও বেশ উৎসবে কেটেছে।
advertisement
4/12
কিন্তু কী হবে মার্চ মাসে? স্কুল ছুটির ক্যালেন্ডারে কিন্তু দুর্দান্ত খুশির ইঙ্গিত পড়ুয়াদের জন্য। দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব এবং ছুটিতে ভরা এই মাসটিও। সাধারণত দেশ,অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে স্কুল ছুটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়।
advertisement
5/12
এগুলি সাধারণত একাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং সারা বছর ধরে নতুন নতুন ছুটিও যুক্ত হতে থাকে সরকারি ও স্কুলভিত্তিক নির্দেশিকা অনুযায়ী। তবে মোটের উপর একই থাকে ছুটিগুলি।
advertisement
6/12
আপনি যদি মার্চ মাসের ছুটির তালিকাটি দেখেন দেখবেন এই তালিকায় আছে একাধিক বিশেষ দিন এবং রবিবার ছাড়াও রয়েছে একাধিক উল্লেখযোগ্য ছুটি।
advertisement
7/12
এই মাসেই আছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী এবং মহা-শিবরাত্রি। চলুন দেখে নেওয়া যাক আর কী কী আছে এই মাসে। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হতে পারে।
advertisement
8/12
সাধারণত জাতীয় ছুটির দিনগুলি সার্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা অনুসরণ করা হয়ে থাকে। এগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়।
advertisement
9/12
মার্চ মাসটি শিক্ষার্থীদের জন্য একটি নতুন শিক্ষাবর্ষ সূচিত করে। তবে এই মাসেও রয়েছে একাধিক হলিডে। মার্চ ২০২৪-এর কোন কোন দিন সম্পূর্ণ ছুটি থাকবে স্কুল কলেজগুলি? দেখে নিন ছুটির তালিকা। (রবিবার ছাড়া)
advertisement
10/12
২০২৪ সালের মার্চ মাসে ছুটির দিনতারিখ, দিন ও বিশেষ অনুষ্ঠানের নাম মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী
advertisement
11/12
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ মহা-শিবরাত্রি / শিবরাত্রিসোমবার, ২৫ মার্চ, ২০২৪ হোলি
advertisement
12/12
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ পবিত্র বৃহস্পতিবার/মৌন্ডি বৃহস্পতিবারশুক্রবার, ২৯ মার্চ, ২০২৩ শুভ শুক্রবার রবিবার, ৩১ মার্চ, ২০২৩ ইস্টার
বাংলা খবর/ছবি/দেশ/
School Holidays March 2024: মার্চ মাসে 'এতদিন' বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল