TRENDING:

সেপ্টেম্বর মাসে 'এতগুলো' ছুটি...? কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ তালিকা

Last Updated:
September School Holiday List 2025: ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর এককথায় উৎসবে ভরা। আজ এই প্রতিবেদনে আগাম জেনে নেওয়া যাক সেপ্টেম্বরে স্কুলগুলি কোন কোন দিন বন্ধ থাকবে। আর ঠিক কতগুলো লং উইকেন্ড মিলতে পারে এই ছুটিতে।
advertisement
1/11
সেপ্টেম্বর মাসে 'এতগুলো' ছুটি...? কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ? দেখুন সম্পূর্ণ তালিকা
অগাস্ট শেষ হতে না হতেই সেপ্টেম্বরের ক্যালেন্ডারে উঁকিঝুঁকি মারা শুরু করেছেন অনেকেই। কারণ ইতিমধ্যেই উৎসব উৎসব মরশুমের মেজাজ মনের আনাচে কানাচে। কারণ এই বছর সেপ্টেম্বর মানেই তো পুজোর মাস!
advertisement
2/11
ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর এককথায় উৎসবে ভরা। আজ এই প্রতিবেদনে আগাম জেনে নেওয়া যাক সেপ্টেম্বরে স্কুলগুলি কোন কোন দিন বন্ধ থাকবে। আর ঠিক কতগুলো লং উইকেন্ড মিলতে পারে এই ছুটিতে।
advertisement
3/11
ভারতে উৎসব শুরু হয় রাখি বন্ধনের মাধ্যমে। অগাস্টে সেই মাস কাটতেই, পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস এককথায় উৎসবে ভরপুর। কারণ পরের মাসে একইসঙ্গে দেশ জুড়ে নানা জায়গায় পালিত হবে মহালক্ষ্মী ব্রত, বিশ্বকর্মা পূজা, নবরাত্রি ও দুর্গাপুজোর মতো উৎসব।
advertisement
4/11
আমাদের দেশের সমস্ত রাজ্যে এই সমস্ত উৎসবগুলি অত্যন্ত জাঁকজমক ও ধুমধামের সঙ্গে পালিত হয়। আর এই উপলক্ষে ছুটি থাকে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ছুটি হয় সরকারি দফতর ও ব্যাঙ্কগুলিতেও।
advertisement
5/11
আজ এই প্রতিবেদনে, আমরা আপনাকে জানিয়ে দেব আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে স্কুল এবং কলেজগুলিতে কখন কখন ছুটি থাকবে। একনজরে দেখে নিন তারিখ ও উৎসবের নাম -সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা।
advertisement
6/11
৭ সেপ্টেম্বর: রবিবার১১ সেপ্টেম্বর ২০২৫, বুধবার: মহালক্ষ্মী উপবাস শুরু হয়, রাধা অষ্টমী উদযাপিত হয়।১৪ সেপ্টেম্বর, ২০২৫: রবিবার
advertisement
7/11
১৬ অথবা ১৭ সেপ্টেম্বর ২০২৫, সোমবার: বিশ্বকর্মা পূজা২১ সেপ্টেম্বর, ২০২৫: রবিবার
advertisement
8/11
২২ সেপ্টেম্বর, সোমবার ২০২৫: নবরাত্রি শুরু২৮ সেপ্টেম্বর, ২০২৫: রবিবার
advertisement
9/11
এই বছর নবরাত্রি এবং দশেরার জন্য অনেক রাজ্যে বিশেষ প্রস্তুতি চলছে। কিছু রাজ্যে নবরাত্রি উপলক্ষে টানা ৯ দিন স্কুল এবং কলেজ বন্ধ থাকে। তবে এখনও পর্যন্ত এমন কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
advertisement
10/11
উল্লেখ্য, উপরে দেওয়া তালিকা বিভিন্ন রাজ্য এবং শহর ভেদে পরিবর্তিত হতে পারে। এমন পরিস্থিতিতে, শিক্ষার্থী তথা ছাত্র ছাত্রীদের নিজ নিজ স্কুল থেকে ছুটির সমস্ত তথ্য মিলিয়ে নেওয়াই কাম্য।
advertisement
11/11
২০২৫ সালের দশেরা কখন? (দশেরার তারিখ):এই বছর এই দিনটি ২ অক্টোবর ২০২৫ তারিখে পড়ছে। সাধারণত অষ্টমী থেকে বিজয়াদশমী পর্যন্ত স্কুলগুলিতে ছুটি থাকে এই রাজ্যে। তবে, এই বিষয়ে চূড়ান্ত তথ্য পেতে আপনি অবশ্যই স্কুল ডায়রি থেকে সঠিক তারিখটি জেনে নেবেন যাতে কোনও বিভ্রান্তির শিকার হতে না হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
সেপ্টেম্বর মাসে 'এতগুলো' ছুটি...? কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ? দেখুন তারিখ-সহ সম্পূর্ণ তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল