ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বায়ু, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ কর্তৃপক্ষের
Last Updated:
advertisement
1/5

তাপপ্রবাহে জ্বলছে দেশের বিভিন্ন অঞ্চল ৷ অন্যদিকে, গভীর নিম্নচাপের ফলে আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’র। এই মুহূর্তে মুম্বই থেকে ৪১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। তারই মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘বায়ু’ ৷
advertisement
2/5
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে দিউ, পোরবন্দর থেকে হয়ে ভয়াবহ ঘূর্ণি ঝড় বায়ু আছড়ে পড়বে গুজরাত উপকূলে।
advertisement
3/5
'বায়ু'-র কারণে বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা গুজরাত উপকূলে। সঙ্গে থাকবে তুমুল ঝোড়ো হাওয়া। এর জেরে গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ উপকূলবর্তী এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়ছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷ এবং বায়ু জন্য সমস্ত রকমের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
4/5
উদ্ধারকাজের জন্য ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছে NDRF ৷ এর পাশাপাশি সেনা, কোস্ট গার্ড, বিএসএফ সকলকে সর্তক থাকতে বলা হয়েছে ৷
advertisement
5/5
বুধবার প্রায় ৩ লক্ষ মানুষকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে ৷ পাশাপাশি মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷