TRENDING:

'অযোধ্যার অবস্থা সঙ্কটজনক, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা'! রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে কটাক্ষ সঞ্জয় রাউতের

Last Updated:
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের পর শিবসেনা সাংসদ এমন মন্তব্য করেন৷ উল্লেখ্য অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল রামমন্দিরের ভিতপুজোর অনুষ্ঠানে৷
advertisement
1/6
'অযোধ্যার অবস্থা সঙ্কটজনক, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা'! পুজো নিয়ে কটাক্ষ সঞ্জয়ের
▪️আর মাত্র ১দিনের অপেক্ষা৷ ৫ই আগস্ট অযোধ্যায় হবে রামমন্দির ভূমিপুজে৷ যাকে কেন্দ্র করে রীতিমতো সাজসাজ রব অযোধ্যা জুড়ে৷ মোট ২০০জন নেতা মন্ত্রীর উপস্থিতির কথা ঘোষণা করা হয়েছে৷ অবশ্যই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনিই করবেন মন্দিরের শিলান্যাস৷ তবে তার আগেই একের পর এক করোনার কোপে সমস্যা তৈরি হয়েছে৷
advertisement
2/6
▪️রবিবারই করোনা আক্রান্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অতিথিদের তালিকায় তিনিও ছিলেন৷ তবে আপাতত তিনি হাসপাতালে, চিকিৎসারত৷ এরই পরিপেক্ষিতে তীর্যক মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত৷
advertisement
3/6
▪️সঞ্জয় বলেন, অযোধ্যার অবস্থা সঙ্কটজনক৷ রামমন্দিরের ভূমিপুজোকে কেন্দ্র করে যত সম্ভব কম মানুষের সমাগম হওয়া উচিৎ৷ সেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকছেন৷ তাই তাঁকে শুভেচ্ছা জানাই৷
advertisement
4/6
▪️স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের পর শিবসেনা সাংসদ এমন মন্তব্য করেন৷ উল্লেখ্য অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল রামমন্দিরের ভিতপুজোর অনুষ্ঠানে৷ অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং-ও করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণের৷ রামমন্দিরের পুরোহিত সহ ১৬জন নিরাপত্তাকর্মীও করোনার কবলে৷ তাই পরিস্থিতি যে খুব একটা ভাল তা হলফ করে বলতে পারছেন না কেউই৷
advertisement
5/6
▪️এর আগেই করোনা সংক্রমণের মধ্যেই রাম মন্দিরের ভূমি পুজোর আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাঁর প্রস্তাব ছিব মন্দির চত্বরে ভিড় না করে অনলাইনে গোটা পুজোর অনুষ্ঠানের সম্প্রচার করা হোক৷ তারপর সঞ্জয় রাউতও পুজো ঘিরে অযোধ্যায় ভিড় নিয়ে কড়া মন্তব্যই করেন৷
advertisement
6/6
▪️ইতিমধ্যেই আমন্ত্রিতদের মধ্যে উমা ভারতী জানিয়েছেন যে, তিনি অযোধ্যায় যাবেন ঠিকই, কিন্তু রাম মন্দিরের ভিত্তিস্থাপনের অনুষ্ঠানে থাকবেন না৷ পাছে তার থেকে করোনা ছড়ায়৷ ভোপাল থেকে অযোধ্যার পথে তিনিও সংক্রমিত হতে পারেন৷ তাই এই সাবধানতা৷
বাংলা খবর/ছবি/দেশ/
'অযোধ্যার অবস্থা সঙ্কটজনক, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা'! রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে কটাক্ষ সঞ্জয় রাউতের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল