Russia Ukraine War: ভাবছেন দূরের যুদ্ধ, আমার কী! কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারতের উপর কী বিরাট প্রভাব ফেলবে জানেন? শুনে প্রথমেই নিজের পকেটের কথা মনে আসবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েবের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নয়া মাত্রা নিয়েছে। কারণ ড্রোন হামলার পর ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
advertisement
1/8

গত প্রায় তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। এই যুদ্ধ ভারতের সঙ্গে রাশিয়ার অনেক বড় প্রতিরক্ষা চুক্তিকেও প্রভাবিত করেছে। ভারতকে সময়মতো অস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে রাশিয়া। যে চুক্তিগুলি বিলম্বিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ S-400 এয়ার প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
2/8
এরই মধ্যে গত ১ জুন ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েবের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নয়া মাত্রা নিয়েছে। কারণ ড্রোন হামলার পর ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেটাই ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/8
রাশিয়ার চরম হুঁশিয়ারির পরই আশঙ্কা তৈরি হয়েছে যে সব দেশ রাশিয়া থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রসংঘ। এমনই খবর সূত্রের।
advertisement
4/8
নানান বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যমের খবর, ৫০০% হারে শুল্ক বসানোর পরিকল্পনা করা হচ্ছে! এখন ২০২৫-এর মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ আসে রাশিয়া থেকে। ফলে তেলের উপর এত পরিমাণ শুল্ক বসালে ভারতের উপর তুমুল চাপ তৈরি হতে পারে।
advertisement
5/8
তবে, শুধু ৩৬ শতাংশ তেল আমদানি নয়, প্রয়োজনে সেই পরিমাণ আরও বাড়ে। ২০২৫-এর এপ্রিলের মধ্যে তা বেড়ে ৩৯.৩ শতাংশে পৌঁছয়। পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। যার প্রধান কারণ তেল কেনায় যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া।
advertisement
6/8
রাশিয়া-ইউক্রেনের এই সংঘর্ষে উত্তেজনা আরও বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যা ভারতের উন্নয়নের উপরও থাবা বসাতে পারে। এমনকী, বিশ্ব বাজারে আরও বাড়িয়ে দিতে পারে তেল ও গ্যাসের দাম।
advertisement
7/8
ইউক্রেনের উপর রাশিয়ার পদক্ষেপে রাষ্ট্রসংঘ রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই খবর সামনে আসতেই তাই ভারতের চাপ কতটা বাড়বে, তা নিয়েও চিন্তিত বিশেষজ্ঞরা।
advertisement
8/8
তবে, শুধু রাশিয়া নয়, ইউক্রেনের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে উভয় দেশের সঙ্গেই ভারতের বাণিজ্যে তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী ভারতীয় টাকার দাম আরও কমার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।