TRENDING:

ভারতমাতার ছবির সামনে সাত পাক ঘুরে, পতাকা উত্তোলন করে বিয়ে করলেন দম্পতি

Last Updated:
advertisement
1/5
ভারতমাতার ছবির সামনে সাত পাক ঘুরে, পতাকা উত্তোলন করে বিয়ে করলেন দম্পতি
• ৭১তম প্রজাতন্ত্র দিবসে অন্যরকম বিয়ে সারলেন এক দম্পতি ৷ গুজরাতের রাজকোটের এই দম্পতি বিয়ে সারলেন ভারতমাতার প্রতিকৃতির সামনে ৷
advertisement
2/5
• ২৬ জানুয়ারির সকালে পতাকা উত্তোলন করলেন নবদম্পতি জয়রাজ সিং ও মহেশ্বরীদেবী ৷ শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতও গান তাঁরা ৷
advertisement
3/5
• ভারতমাতার ছবিতে পুজো করেন ও সাত পাকে বাঁধা পড়েন ৷
advertisement
4/5
• জয়রাজ ও মহেশ্বরী সেজেছিলেন পুরদস্তুর বর-বৌয়ের সাজে ৷ জয়রাজ নিজেই জানালেন এভাবে বিয়ে করার আসল কারণ ৷
advertisement
5/5
• জয়রাজের মতে, আজকাল সকলেই ১৫ অগস্ট, ২৬ জানুয়ারির গুরুত্বই ভুলে গিয়েছেন ৷ সকলেই এগুলোকে ছুটির দিন হিসাবেই মনে করেন ৷ কিন্তু মানুষকে এই সমস্ত দিনের গুরুত্ব বোঝানো দরকার ৷ সে জন্যই এমন উদ্যোগ নিয়েছি আমরা ৷
বাংলা খবর/ছবি/দেশ/
ভারতমাতার ছবির সামনে সাত পাক ঘুরে, পতাকা উত্তোলন করে বিয়ে করলেন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল