TRENDING:

'খরচা-পানি দিজিয়ে...?' রাজধানী এক্সপ্রেসে ঘুরে ঘুরে Barcode দেখাচ্ছিল যুবক, পরমুহূর্তে যা ঘটল, দরদর ঘামতে শুরু করল 'প্যান্ট্রি বয়'!

Last Updated:
Rajdhani Express: চলন্ত রাজধানী এক্সপ্রেসে একজন প্যান্ট্রি বয়কে এমন একটি কাজ করতে দেখা গেল যা অবিশ্বাস্য। চলন্ত ট্রেনের কামরায় ঘুরে ঘুরে কী করছিলেন প্যান্ট্রি বয়? নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, নিশ্চিত।
advertisement
1/14
'খরচা-পানি দিজিয়ে?' রাজধানী এক্সপ্রেসে ঘুরে ঘুরে Barcode দেখাচ্ছিল যুবক,পরমুহূর্তে যা ঘটল!
রাজধানী এক্সপ্রেস, শতাব্দী বা বন্দে ভারত এক্সপ্রেসের মতো দেশের সেরা ট্রেনগুলির মধ্যে একটি। এই ট্রেনের দুর্দান্ত গতি এই ট্রেনকে অন্যান্য দূরপাল্লার ট্রেনের চেয়ে আলাদা করে নিঃসন্দেহে। দেশের উঁচুদরের ট্রেনগুলির মধ্যে একটি এই ট্রেন।
advertisement
2/14
সহজে টিকিট পাওয়াও যায় না রাজধানী এক্সপ্রেসের। তবে একবার এই ট্রেনে যাত্রা করার সৌভাগ্য হলে আপনিও হয়তো চাইবেন না আর অন্য কোনও ট্রেনে যাত্রা করতে। যেমন আরামদায়ক সিট্ থেকে বার্থ তেমনই রয়েছে খাবার দাবারের দুর্দান্ত ব্যবস্থা। Representative Image
advertisement
3/14
রাজধানী এক্সপ্রেসে যাত্রাকে অন্য মাত্রায় পৌঁছে দেয় এই ট্রেনের মিল থেকে স্ন্যাক্স হিসেবে দেওয়া একের পর এক খাবার। লাঞ্চ হোক বা ডিনার, রাজধানীর খাবারের স্বাদই আলাদা। পর পর আসতেই থাকেন প্যান্ট্রি বয়, আর আসতে থাকে লোভনীয় সব খাবার। Representative Image
advertisement
4/14
ভারতীয় রেলের এই বিশেষ ট্রেনে খাবারের সুবন্দোবস্ত আর ভাল গতি সারা দেশেই যাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে ট্রেনটিকে। আর এই খাবারের কারণেই হামেশাই প্যান্ট্রির ছেলেদের আনাগোনা লেগে থাকে ট্রেনের কামরায়। Representative Image
advertisement
5/14
কিন্তু সম্প্রতি রাজধানী এক্সপ্রেসের এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে যাত্রীদের। চলন্ত রাজধানী এক্সপ্রেসের এই ভাইরাল ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছে জানেন? শুনলে চমকে যাবেন আপনিও। Representative Image
advertisement
6/14
চলন্ত রাজধানী এক্সপ্রেসে একজন প্যান্ট্রি বয়কে এমন একটি কাজ করতে দেখা গেল যা অবিশ্বাস্য। চলন্ত ট্রেনের কামরায় ঘুরে ঘুরে কী করছিলেন প্যান্ট্রি বয়? নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, নিশ্চিত। Representative Image
advertisement
7/14
ফোন উঁচিয়ে একজন যাত্রীকে বারকোড দেখাচ্ছিলেন ওই যুবক। ভিডিওতে ধরা পরে সেই মুহূর্তের ছবি। দেখা যায় একেক জন প্যাসেঞ্জারের থেকে হাতে কিছু নিতে নিতে ফোন থেকে বার কোড দেখছেন প্যান্ট্রি বয় লোকটি। Representative Image
advertisement
8/14
ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে প্যান্ট্রি বয়কে এসি কোচে বসে থাকা যাত্রীদের বার কোড দেখাতে দেখা যায়। ক্লিপে, দু-একজন যাত্রীদের ফিসফিসিয়ে বলতেও শোনা যায়, 'আমিও দিয়েছি'। অপর এক ব্যক্তি বলন, 'ঠিক আছে, কোনও সমস্যা নেই!' ৩২ সেকেন্ডের এই ভিডিওটি এই কথোপকথনের মাধ্যমে শেষ হয়। Representative Image
advertisement
9/14
যদিও এই নির্দিষ্ট ক্লিপটিতে 'খরচা-পানি' সম্পর্কিত কোনও কথোপকথন শোনা যায়নি, তবে ভিডিওর ক্যাপশনে, ব্যবহারকারী কিন্তু প্যান্ট্রি বয়ের সম্পর্কে খরচা পানি চাওয়ার অভিযোগ করেছেন। ওই ব্যক্তির দেওয়া পিএনআর-এর বিবরণ দেখিয়ে দেয় তিনি রাজধানী এক্সপ্রেস কেএসআর থেকে বেঙ্গালুরু জংশনগামী ট্রেন নম্বর 22691-এ যাত্রা করছিলেন। Representative Image
advertisement
10/14
ভিডিওটি পোস্ট করা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পিএনআর থেকে বোঝা যাচ্ছে তিনি নাগপুর জংশন পর্যন্ত টিকিট বুক করেছিলেন। আর সেই সময়ই যাত্রাপথে তাঁকে এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।  AI Generated Representative Image
advertisement
11/14
ইতিমধ্যেই আইআরসিটিসি এই ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়েছে। X-এ এই ভিডিওটি পোস্ট করার সময়, @Pritam_Tayde0 নামের একজন ব্যবহারকারী লিখেছেন- আমি রাজধানী এক্সপ্রেস - 22691-এর B2 কোচে ছিলাম, হঠাৎ দেখলাম যে ক্যাটারাররা কোচের সকলকে তাদের কিছু 'খরচ' দেওয়ার জন্য বলছেন। তাঁরা এও বলেন, টাকা উপরে যায়। এরপর সেই টাকা সকলের মধ্যে ভাগাভাগি করা হয়। Representative Image
advertisement
12/14
এই পোস্টে মন্তব্য করে @IRCTCofficial লিখেছে- স্যার, দয়া করে সরাসরি মোবাইল নম্বরটি শেয়ার করুন। রেলের এই উত্তরের জবাবে, ব্যক্তিটি মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানিয়ে লিখেছেন যে 'আমি যদি নম্বর শেয়ার করি, তাহলে আপনার লোকেরা আমাকে বিরক্ত করা শুরু করবে।' Representative Image
advertisement
13/14
প্রসঙ্গত, রাজধানী এক্সপ্রেস রেলপথে সেই সময় থেকে চলছে যখন কেউ বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো দ্রুতগতির ট্রেনের কথাও শোনেনি। ৫৫ বছর আগে দিল্লি এবং হাওড়ার মধ্যে প্রথম রাজধানী এক্সপ্রেস চলা শুরু হয়েছিল এবং একটা সময় ছিল যখন মানুষ এই ট্রেনে বসার স্বপ্ন দেখত। Representative Image
advertisement
14/14
আজও মানুষ রাজধানী এক্সপ্রেসের সুযোগ-সুবিধার প্রশংসা করে। কিন্তু ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিও অনেকেরই চোখ খুলে দিয়েছে। অনেকেই অবাক হয়েছেন এই ভেবে যে প্যাসেঞ্জারদের থেকে টাকা নেওয়ার কী বড় চক্র চলতে পারে এই বিখ্যাত ট্রেনেও। আইআরসিটিসি অবশ্য ভাইরাল হওয়ার আগেই ভিডিও ক্লিপটির জবাব দিয়েছে। তবে অভিযোগকারী যাত্রীও আইআরসিটিসিকে পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
'খরচা-পানি দিজিয়ে...?' রাজধানী এক্সপ্রেসে ঘুরে ঘুরে Barcode দেখাচ্ছিল যুবক, পরমুহূর্তে যা ঘটল, দরদর ঘামতে শুরু করল 'প্যান্ট্রি বয়'!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল