Weather Alert : Rains Lash Several Parts of India | দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে এলোপাথাড়ি হাওয়া.. কৃষকদের জন্য 'বড়' নির্দেশ হাওয়া অফিসের
- Published by:Rachana Majumder
Last Updated:
দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হওয়ায় বৃহস্পতিবার আবহাওয়া অফিস কৃষকদের বিশেষ সতর্কতা জারি করেছে৷
advertisement
1/8

দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হওয়ায় বৃহস্পতিবার আবহাওয়া অফিস কৃষকদের বিশেষ সতর্কতা জারি করেছে৷ পঞ্জাব ও হরিয়ানায় সরিষা এবং মধ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে গম ও ডালের চাষ স্থগিত করতে বলেছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে তুষারপাত হয়েছে।
advertisement
2/8
ক্রমশই বদলাচ্ছে আবহাওয়ার রূপ৷ দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই বাড়ছে বৃষ্টি৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার বেঙ্গালুরুতে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীন কর্ণাটকের কিছু জায়গায় এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আইএমডি রিপোর্টে বলা হয়েছে।
advertisement
3/8
শনিবার পর্যন্ত মহারাষ্ট্রের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)-এর রিপোর্টে বলা হয়েছে বেঙ্গালুরুর পাশাপাশি দিল্লিতেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
advertisement
4/8
মুম্বইয়ের বেশ কিছু অংশে পারদপতন ঘটেছে৷ গরম কমেছে অনেকটাই৷
advertisement
5/8
বৃষ্টির কারণে মুম্বইতে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার সম্ভাবনা রয়েছে৷
advertisement
6/8
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম হিমালয়ে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এর প্রভাবেই দিল্লি এনসিআর জুড়ে হালকা মেঘের আনাগোনা শুরু হয়েছে ইতিমধ্যেই। এই অঞ্চলে ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস৷
advertisement
7/8
একইসঙ্গে এই বৃষ্টিই বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টি হতে চলেছে বলে জানাচ্ছে মৌসম ভবন৷ আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে এই বৃষ্টি। আগামী কয়েকদিনে কোথাও কোথাও হালকা বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসম ভবন।
advertisement
8/8
আজ, শুক্রবারও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা। মরশুমের প্রথম জোড়া কালবৈশাখী হয়েছে কলকাতায় বৃহস্পতিবার। শুক্রবারেও কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে বলে অনুমান আবহাওয়াবিদদের।