Rainfall Alert IMD: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার হুঁশিয়ারি...! টানা ৩ দিন ৮ রাজ্যে বৃষ্টি সতর্কতা! ১৫টিরও বেশি রাজ্যের আবহাওয়ার আপডেট দিল IMD! বাংলায় কবে বৃষ্টি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rainfall Alert IMD: আগামী ২৪ ঘণ্টায় ১১টি রাজ্যে কুয়াশা, ৪টিতে শৈত্যপ্রবাহ এবং ৮টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এই সপ্তাহান্তে দিল্লি-এনসিআরেও বৃষ্টি হতে পারে।
advertisement
1/13

একদিকে শৈত্যপ্রবাহের কারণে দিল্লি-এনসিআর যখন শুষ্ক ঠান্ডা অনুভব করছে ঠিক একইসময় বৃষ্টির সতর্কতা একাধিক রাজ্যে। সপ্তাহান্তে টানা ৩ দিন বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/13
দুটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সক্রিয় হয়ে উঠছে, এর প্রভাবে সারা দেশে আবহাওয়ার পরিবর্তন হবে বলেই আবহাওয়ার পূর্বাভাস। চলুন জেনে নেওয়া যাক কী বলছে আইএমডি-র আপডেট।
advertisement
3/13
২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে সর্বশেষ পূর্বাভাস? রিপোর্ট বলছে, দুটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সক্রিয় হতে চলেছে। আর তারই জেরে তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/13
আগামী ২৪ ঘণ্টায় ১১টি রাজ্যে কুয়াশা, ৪টিতে শৈত্যপ্রবাহ এবং ৮টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এই সপ্তাহান্তে দিল্লি-এনসিআরেও বৃষ্টি হতে পারে।
advertisement
5/13
উত্তর-পশ্চিমী বাতাসের কারণে শৈত্যপ্রবাহ বাড়বে। দিনের বেলা রোদের কারণে গরমের অনুভূতি আছে। তবে এই সপ্তাহান্তে বৃষ্টিই মানুষের হাড় কাঁপিয়ে দেবে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাসে ইঙ্গিত।
advertisement
6/13
কারণ ২৯শে জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনেক রাজ্যে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাবে। আসুন জেনে নেওয়া যাক ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের আবহাওয়া কেমন থাকবে? রাজধানী দিল্লি থেকে বাংলার আবহাওয়া কেমন এবং কখন বৃষ্টির সম্ভাবনা আছে?
advertisement
7/13
২টি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাব:আবহাওয়া দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক দুটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সক্রিয় হয়ে উঠছে। একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। দ্বিতীয়টি ফেব্রুয়ারিতে সক্রিয় হবে।
advertisement
8/13
২৯ জানুয়ারি হিমালয়ের উপরের অংশে প্রথম পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। এর পরেই ১ ফেব্রুয়ারি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়বে। উভয়ের প্রভাবে পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
9/13
রিপোর্টে ইঙ্গিত, জানুয়ারির শেষ দিনে দিল্লি-এনসিআরে বৃষ্টি হতে পারে। ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/13
আগামী দিনে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
11/13
জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতও হতে পারে।
advertisement
12/13
বাংলার আবহাওয়া:সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া থাকবে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। কাল থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। রাজ্যজুড়েই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ।
advertisement
13/13
একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি; শিলাবৃষ্টি এমনকি তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণেই এই আবহাওয়ার পরিবর্তন।