Railway Recruitment 2019: ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল, আবেদন করুন শীঘ্র
Last Updated:
advertisement
1/7

কর্মী নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল ৷ সিনিয়র সেকশন অফিসার পদে কর্মী নিয়োগের জন্য উদ্যোগ নিল মধ্য রেলওয়ে ৷
advertisement
2/7
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ২৮ জুন
advertisement
3/7
সিনিয়র সেকশন অফিসারের ১০ টি শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ
advertisement
4/7
তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র রেলওয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মীরাই ৷ বয়স হতে হবে অনুর্ধ্ব ৬৫ বছর ৷
advertisement
5/7
একইসঙ্গে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগের পর কাজে সন্তুষ্ট না হলে চলতি বছরের পয়লা ডিসেম্বরের মধ্যে নব নিযুক্ত কর্মীর সার্ভিস শেষ করে দিতে পারে ভারতীয় রেলওয়ে ৷
advertisement
6/7
এই পদে কাজে পুনর্বহাল হলে কর্মীদের সাধারণ ডিউটি টাইমেই কাজ করতে হবে ৷ তবে কাজের পরিমাণ বা চাহিদা অনুযায়ী বদলে যেতে পারে ডিউটি আওয়ার্স ৷
advertisement
7/7
সিনিয়র সেকশন অফিসারের পদে অবসরপ্রাপ্ত রেলের ক৪মীরা পুনর্বহাল হলেও তারা CL, RH, APL, Sick leave-এর সুবিধা পাবেন না ৷ এমনকি কাজে অনুপস্থিত থাকলে কাটা যেতে পারে বেতনও ৷