TRENDING:

‘বাপ কা বেটা’- দু'মাসে দুটি দ্বিশতরান, জাত চেনাচ্ছেন দ্রাবিড় পুত্র সমিত

Last Updated:
রাহুল দ্রাবিড়ের ছেলে একেবারে বাবার জুতোয় পা গলানোর দিকে এগিয়ে যাচ্ছেন
advertisement
1/4
দু'মাসে দুটি দ্বিশতরান জাত চেনাচ্ছেন দ্রাবিড় পুত্র সমিত
রাহুল দ্রাবিড়- দ্য ওয়াল নামেই পরিচিত বিশ্ব ক্রিকেট মহলে ৷ তাঁর ক্রিকেটে স্কিলে মুগ্ধ হয়ে থেকেছেন ক্রিকেটপ্রেমীরা প্রায় দু 'দশক সময় ধরে ৷ বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটটাকেই বেছে নিয়েছেন ছেলে সমিত ৷ আর এবার ব্যাট হাতে কার্যত ধুম মাচাচ্ছেন জুনিয়র দ্রাবিড় ৷ Photo- File
advertisement
2/4
ক্রিকেট থেকে বিদায়নেওয়ার পর এনসিএ-তে জুনিয়র ক্রিকেটার তৈরির কাজ করছেন তিনি ৷ আর ১৪ বছরের সমিতও নিজেকে মেলে ধরছে এরই মধ্যে ৷ দু মাসের মধ্যে দ্বিতীয় দ্বিশতরান করল সে ৷ অনুর্ধ্ব ১৪ গ্রুপের দ্বিতীয় ডিভিসনের বিটিআর শিল্ড টুর্নামেন্টে ২০৪ রান করলেন ৷ মূলত তাঁরই ব্যাটে ভর দিয়ে তার দল ৩ উইকেটে ৩৭৭ রান করে ৷
advertisement
3/4
শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও তাঁর দুরন্ত ইনিংস ৷ আঁটোসাঁটো পারফরম্যান্সে কামাল করে দেয় দ্রাবিড় পুত্র ৷ ২০১৯ -র ডিসেম্বরে প্রেসিডেন্ট্স উইলেভেনর জন্য খেলতে গিয়েও ২৫৬ বলে ২০১ রান করেছিল সে ৷ Photo- File
advertisement
4/4
সমিত দ্রাবিড় এভাবে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেওয়ায় ক্রিকেট দুনিয়া আশাবাদী তাঁর ভবিষ্যত নিয়ে ৷ Photo- File
বাংলা খবর/ছবি/দেশ/
‘বাপ কা বেটা’- দু'মাসে দুটি দ্বিশতরান, জাত চেনাচ্ছেন দ্রাবিড় পুত্র সমিত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল