Cyclone Jawad Precaution in Puri: জনমানব শূন্য সমুদ্র সৈকত, জাওয়াদের আতঙ্কে বদলে গেল পুরী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ কিন্তু আগে থেকেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রেখেছে পুরী প্রশাসন (Cyclone Jawad Update)৷
advertisement
1/5

শক্তি ক্ষয় হয়েছে৷ কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্কে শনিবার থেকেই চরম সতর্কতা জারি হয়েছে পুরীতে৷ পুরীর সমুদ্র সৈকতের চেনা ছবিটাও তাই বদলে গিয়েছে৷ সমুদ্র সৈকতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়েছে৷ কারণ প্রথমে ঘূর্ণিঝড় হয়ে পুরী উপকূলের কাছেই আছড়ে পড়ার কথা ছিল জাওয়াদের৷
advertisement
2/5
আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ কিন্তু আগে থেকেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রেখেছে পুরী প্রশাসন৷
advertisement
3/5
শনিবার সকালেও অবশ্য পুরীর সৈকতে কয়েকজন পর্যটককে স্নান করতে দেখা যায়৷ যদিও ভিড় ছিল অনেকটাই কম৷ বেলা বাড়তেই সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন৷ বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট৷
advertisement
4/5
পুরীতে বেড়াতে এসে অনেকেই হোটেলে আটকে পড়েছেন৷ কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরী থেকে দূরপাল্লার প্রায় সমস্ত ট্রেনই বাতিল করা হয়েছে৷
advertisement
5/5
খাবার, ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজন ছাড়া হোটেল থেকেও পর্যটকদের বেরোতে দেওয়া হচ্ছে না৷ তবে ঘূর্ণিঝড় হিসেবে জাওয়াদ যে আছড়ে পড়ছে না, এটা ভেবেই স্বস্তি ফিরেছে পুরীতে৷