Puri Sea Beach: পুরীর সমুদ্রে এখন বিরাট 'বিপদ'! ভেসে আসছে শত শত এই প্রাণী, বিপাকে পর্যটকরা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Puri Sea Beach: পর্যটকদের দাবি জেলিফিসের ছোঁয়ায় জ্বালাপোড়ার সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে
advertisement
1/9

পুরী: বছরের এই সময়ে সমুদ্রে ভিড় করেন প্রচুর বাঙালি পর্যটক। কিন্তু এখন পুরীতে বেড়াতে গিয়েই বিপাকে পড়েছেন অনেকে। (প্রতীকী ছবি)
advertisement
2/9
অনেক পর্যটক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের দাবি, পুরীর একাধিক সমুদ্র সৈকতে জেলিফিসের উৎপাত বেড়েছে। (প্রতীকী ছবি)
advertisement
3/9
পর্যটকদের দাবি, জেলিফিসের ছোঁয়ায় জ্বালাপোড়ার সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে। আচমকা এই সমস্যার মুখোমুখি হওয়ায় কিছুটা হলেও বিপাকে ঘুরতে যাওয়া পর্যটকরা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
মেরিন সায়েনটিস্ট জ্ঞানরঞ্জন সাহুর মতে, সাধারণত জেলিফিস গভীর সমুদ্রে থাকে। তবে আচমকা সমুদ্রে কোনও বড় ঝড় হলে তখন ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এলাকাতে চলে আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
তাঁর মতে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তাণ্ডব চালিয়েছে। তার জেরেই সম্ভবত মৃত জেলিফিসগুলি পুরীর সমুদ্র সৈকতে চলে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
ফেসবুকের বিভিন্ন ঘুরতে যাওয়ার গ্রুপে পুরী থেকে ফেরা পর্যটকরা এ বিষয়েও নানারকম পোস্ট করেছেন। তাঁদের দাবি, পুরীর স্বর্গদুয়ার থেকে লাইট হাউস পর্যন্ত একাধিক সৈকতে জেলিফিস ভাসতে ভাসতে উঠে আসছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
আর এর জেরেই সমুদ্রে নামতে পারছেন না পর্যটকরা। অনেকে এ বিষয়ে ক্ষোভের কথাও জানিয়েছেন। তবে পুরীর সমুদ্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও জেলিফিস সমুদ্র সৈকতে উঠে আসছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/9
২০২১ সালে ২৪ মে, সাইক্লোন ইয়াসের সময়ে এমন ছবি দেখা গিয়েছিল। তখনও কয়েকশো মৃত জেলিফিস সমুদ্র তীরে ভাসতে ভাসতে চলে এসেছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/9
সেই সময়েও প্রচুর পর্যটককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক রয়েছেন সকলে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)