Puri Rath Yatra 2022: মহাসমারোহ-মহাধুমধাম, পুরীর রথযাত্রার দুর্লভ সব ছবিতে প্রাণের ছোঁয়া! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ওড়িশা ও পশ্চিমবঙ্গে মহাসমারোহ-মহাধুমধামে শুক্রবার পালিত হল রথযাত্রার উৎসব। (Puri Rath Yatra 2022)
advertisement
1/10

দেশের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল রথযাত্রা। তার মধ্যে খুবই প্রসিদ্ধ পুরীর রথ। ওড়িশা ও পশ্চিমবঙ্গে মহাসমারোহ-মহাধুমধামে শুক্রবার পালিত হল রথযাত্রার উৎসব। (Puri Rath Yatra 2022)
advertisement
2/10
রথযাত্রা - ১ জুলাই (১০ আষাঢ়), শুক্রবার। দ্বিতীয়া শুরু ৩০ জুন ঘ ৯/৭/৪ -এ এবং শেষ ১ জুলাই ঘ ১১/১/৫৬ মিনিটে। উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) - ৯ জুলাই (১৮ আষাঢ়), শনিবার।
advertisement
3/10
জগন্নথধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনি।
advertisement
4/10
স্নান যাত্রার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। এর সাত দিন পর তাঁরা ফিরে এলে সেই রথ উল্টো বা পূর্ণ যাত্রা।
advertisement
5/10
রথযাত্রায় জগন্নাথ, বলরাম, শুভদ্রা ছাড়াও তাঁদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেব-দেবী। জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং শুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা।
advertisement
6/10
ফাসি, ভাউনরা, আসানা মূলত এই তিন ধরনে কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। জগন্নাথ,বলরাম ও শুভদ্রার তিনটি রথের সারথীর নাম মাতালি, দাঁড়ুকা ও অর্জুন।
advertisement
7/10
শোনা যায় পুরীর রথের নির্মাণে ১,১০০ বড় কাঠের প্রয়োজন হয়। যা ১২ ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই ৮ ফুটের বিশেষ ৮৬৫ টি গুঁড়ি বেছে নেওয়া হয়।
advertisement
8/10
তিন ভাই বোনের তিনটি রথের চাকার সংখ্যাও আলাদা। জগন্নাথের রথের ১৬ টি চাকা, বলরামের রথে ১৪ টি এবং শুভদ্রার রথের ১২ টি চাকা থাকে।
advertisement
9/10
তিনটি রথের রংও আলাদা হয়। জগন্নাথের রথের রং হয় লাল-হলুদ। এটি মূলত বিষ্ণুর পছন্দের রং। অন্যদিকে বলরামের রথের রং লাল-সবুজ এবং শুভদ্রার রথ লাল-কালো রঙের।
advertisement
10/10
তিনটি রথের ঘোড়ারও আলাদা নাম রয়েছে। যেমন জগন্নাথদেবের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদশ্ব। বলরামের চারটি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বরনাভ। শুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা, মোচিকা, জিতা ও অপরাজিত।