TRENDING:

Puri Jagannath temple: ঘণ্টার পর ঘণ্টা... ভোগ পেলেন না জগন্নাথ! পুরীর মন্দিরে হঠাৎ কী এমন ঘটল? চমকে দেওয়া কারণ!

Last Updated:
Puri Jagannath temple: হঠাৎ থমকে গেল পুরীর মন্দিরের চিরাচরিত আচার, রীতি। মন্দিরে নিয়মমাফিক প্রাতঃরাশের যে ভোগ সকাল ৮.৩০ নাগাদ জগন্নাথদেবের সামনে অর্পণ করা হয়, সেই ভোগ অর্পণ করা হয়েছে বিকেল ৫.৩০-রও পর! কিন্তু কারণ কী?
advertisement
1/9
ঘণ্টার পর ঘণ্টা... ভোগ পেলেন না জগন্নাথ! পুরীর মন্দিরে হঠাৎ কী এমন ঘটল?
হঠাৎ থমকে গেল পুরীর মন্দিরের চিরাচরিত আচার, রীতি। মন্দিরে নিয়মমাফিক প্রাতঃরাশের যে ভোগ সকাল ৮.৩০ নাগাদ জগন্নাথদেবের সামনে অর্পণ করা হয়, সেই ভোগ অর্পণ করা হয়েছে বিকেল ৫.৩০-রও পর! কিন্তু কারণ কী?
advertisement
2/9
জানা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে আচার অনুষ্ঠানের বিলম্বের পিছনে রয়েছে বড় কারণ। আসলে এই রীতি-বিরুদ্ধ ঘটনার নেপথ্যে রয়েছে সেবাইতদের একাংশের ধর্না। পুরীর জগন্নাথ মন্দিরে এক সেবায়েতের বিয়ে ঘিরেই শোরগোল বেধে গিয়েছে জগন্নাথ মন্দিরে।
advertisement
3/9
জানা যাচ্ছে যে সেবাইতকে ঘিরে পুরীর মন্দিরে তুলকালাম কাণ্ড হয়, তাঁর বিয়ে হয়েছে ২০১৭ সালে। অন্য জাতির কন্যাকে বিয়ে করায়, তিনি মন্দিরের রীতি ভেঙেছেন বলে আগেই অভিযোগ ছিল। ওই বিয়ের কারণে তাঁর মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
advertisement
4/9
সেই নিষেধাজ্ঞা ভেঙে সেই সেবায়েত মন্দিরের কাজের জন্য গর্ভগৃহে ঢুকে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ স্পর্শ করায় তাঁকে ঘিরে তুলকালাম কাণ্ড হয় শুক্রবার। এরপর মন্দিরের রত্ন সিংহাস ও শ্রীবিগ্রহ শুদ্ধিকরণ হয়। তারপর ৯ ঘণ্টা পার করে ভোগ অর্পণ করা হয় জগন্নাথদেবকে। যদিও এতে দর্শনার্থীদের সমস্যা সেভাবে হয়নি।
advertisement
5/9
অভিযুক্ত সেবায়েত শঙ্খমিত্র শৃঙ্গারি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেন। তিনি জানান, তিনি গত বছরও এই কাজ করেছেন। উল্লেখ্য, শুক্রবার তিনি গর্ভগৃহে বিগ্রহের সাজসজ্জার দায়িত্ব পালন করিছিলেন।
advertisement
6/9
এর আগে, ২০১৭ সালে মন্দিরের এক জ্যোতিষীর কন্যাকে শঙ্খমিত্র বিয়ে করেছিলেন। ভিন জাতে সেবায়েতের বিয়ে নিষিদ্ধ হওয়া ক্ষুব্ধ হন বাকি সেবায়েতরা। জারি হয় নিষেধাজ্ঞা।
advertisement
7/9
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার যাবতীয় ক্ষোভ বিক্ষোভের পর দুপুরে মন্দিরের গর্ভগৃহে মহাস্নান রীতি পালন করা হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে মুখ্য প্রশাসক রঞ্জন দাস জানান দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
8/9
বিবাদের কারণে মন্দিরে ময়লাম নীতির পরে শ্রীমন্দিরে কোনও আচার-অনুষ্ঠান পরিচালিত না হলেও, 'অবকাসা নীতি' এবং অন্যান্য আচারগুলি পরে দেবতাদের 'বড় মহা স্নান' (মহান পরিশোধনের) পরে অনুষ্ঠিত হয়েছিল।
advertisement
9/9
ঘটনার পর, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের কর্মকর্তারা সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন নিজোগের সেবাইতদের সঙ্গে আলোচনা করেন। অভিযোগ “ওই সেবাইত একটি নিষেধাজ্ঞা সত্ত্বেও গর্ভগৃহে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলেন। এটি আচার-অনুষ্ঠানে ব্যাঘাত ঘটায়,” এমনটাই প্রাথমিকভাবে জানান এসজেটিএর প্রধান প্রশাসক রঞ্জন কুমার দাস।
বাংলা খবর/ছবি/দেশ/
Puri Jagannath temple: ঘণ্টার পর ঘণ্টা... ভোগ পেলেন না জগন্নাথ! পুরীর মন্দিরে হঠাৎ কী এমন ঘটল? চমকে দেওয়া কারণ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল