Puri: পুরীতে মারাত্মক কাণ্ড! সমুদ্রে নামতেই বিরাট চিৎকার, ছুটল পুলিশও
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Puri: বড়দিনের দিন পুরীর সমুদ্র তটে অন্যান্য দিনের থেকে একটু বেশি ভিড় ছিল
advertisement
1/6

পুরী: পুরীর সমুদ্রে মারাত্মক কাণ্ড। বছর শেষে এই সময়ে টানা ছুটিতে পুরীতে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। তার মধ্যেই ঘটল সাংঘাতিক কাণ্ড।
advertisement
2/6
জানা গিয়েছে, বড়দিনের দিন পুরীর সমুদ্র তটে অন্যান্য দিনের থেকে একটু বেশি ভিড় ছিল। কারণ ছুটির দিন বেশি পর্যটক সেখানে আসেন।
advertisement
3/6
সেই সময়ে এক পর্যটক সমুদ্রের একটু গভীরে চলে যান। কিছুক্ষণ পরেই ওই পর্যটক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জলে তলিয়ে যেতে থাকেন।
advertisement
4/6
আশেপাশের সকলে বিষয়টি দেখে চিৎকার করতে শুরু করেন। কিন্তু ওই পর্যটক অনেকটা জলে তলিয়ে যান।
advertisement
5/6
শেষে উদ্ধারকারী দল নেমে ওই পর্যটকের দেহ উদ্ধার করে। হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
6/6
বর্ষশেষের এই সময়ে প্রচুর পর্যটক পুরীতে ভিড়ে করেন। তাই বাড়তি সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে সেখানকার পুলিশ।