প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বোন ইনি! গোটা দেশ তাঁকে চেনে না! থাকেন প্রচারের আড়ালে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pm Modi sister vasantiben: নরেন্দ্র মোদির বোন। অথচ তাঁকে প্রায় দেখাই যায় না! দেখুন প্রধানমন্ত্রীর বোনকে।
advertisement
1/6

দেশের প্রধানমন্ত্রীর বোন তিনি। তবে একেবারে সাদামাটা জীবন যাপন করেন। বাসন্তিবেনকে গোটা দেশ সেভাবে চেনেই না!
advertisement
2/6
পাঁচ ভাইয়ের এক বোন তিনি। ফলে স্বাভাবিকভাবেই তিনি খুবই আদরের সবার। তবে বাসন্তিবেন সব সময়ই প্রচারের আড়ালে থাকতে ভালবাসেন।
advertisement
3/6
সম্প্রতি স্বামী হংসমুখের সঙ্গে ঋষিকেশের নীলকন্ট ধামে গিয়েছিলেন বাসন্তীবেন। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেক বোন শশী দেবীর সঙ্গে দেখা হয়। দুজনকে একসঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে।
advertisement
4/6
প্রধানমন্ত্রী মোদির মাতৃবিয়োগ হয়েছে কয়েক মাস আগে। তাঁর মা হীরাবেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমেদাবাদে। অনেকেই নরেন্দ্র মোদির পরিবারের সদস্যদের সম্পর্কে জানেন না।
advertisement
5/6
নরেন্দ্র মোদিরা ছয় ভাই-বোন। সোমভাই, অমৃতভাই, নরেন্দ্র মোদি, প্রহ্লাদভাই, বাসন্তীবেন ও পঙ্কজ মোদি। তাঁদের পিতার নাম দামোদর দাস মোদি।
advertisement
6/6
নরেন্দ্র মোদির দাদুর নাম মূলচন্দ মগনলাল মোদি। তাঁর ছয় ছেলে। বড় ছেলে ছিলেন নরেন্দ্র মোদির পিতা দামোদর দাস মোদি। তাঁর সেজো ছেলে নরেন্দ্র মোদি।