Prashant Kishor News: 'নিজে নন, উনি এবার মুখ্যমন্ত্রী করতে চান...' ভোটের আগেই কাকে নিশানা প্রশান্ত কিশোরের! তুমুল শোরগোল, শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor News: প্রশান্ত কিশোর বলেছেন, 'আমি লালুজির বিরুদ্ধে অভিযোগ করছি না, বরং তার প্রশংসা করছি। তিনি এত ভাল পিতা যে, তার ছেলে পড়াশোনা সম্পূর্ণ না করলেও তাকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন।'
advertisement
1/6

পটনা: জন সুরজ দলের প্রধান প্রশান্ত কিশোর এবার বিহারের জনগণকে সাবধান করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে নিয়ে। তিনি বলেন, সকলের লালু প্রসাদ যাদবের থেকে শেখা উচিত, সন্তানদের চিন্তা কীভাবে করতে হয়।''
advertisement
2/6
প্রশান্ত কিশোর কটাক্ষ করে বলেন, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব নবম শ্রেণীও পাশ করতে পারেননি, তবুও তিনি তার ছেলেকে বিহারের মুখ্যমন্ত্রী বানানোর চিন্তা করছেন।
advertisement
3/6
প্রশান্ত কিশোর বলেছেন, 'আমি লালুজির বিরুদ্ধে অভিযোগ করছি না, বরং তার প্রশংসা করছি। তিনি এত ভাল পিতা যে, তার ছেলে পড়াশোনা সম্পূর্ণ না করলেও তাকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন।'
advertisement
4/6
পিকে বিহারের সাধারণ মানুষকেই বরং নিশানা করে বলেন, যাদের সন্তানরা বি.এ-এম.এ পর্যন্ত পড়াশোনা করেছে, অথচ চাকরি পাচ্ছে না, তারাও কিন্তু সন্তানকে নিয়ে এতটা চিন্তা করেন না। বিহারের মানুষ আজও জাতি এবং ধর্মে জড়িয়ে আছে ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন হয়ে আছে।
advertisement
5/6
এখানেই শেষ নয়, প্রশান্ত কিশোর আরও বলেন, বিহারের সাধারণ মানুষ তাদের সন্তানদের পড়াশোনার জন্য জমি পর্যন্ত বিক্রি করে দেয় বা তা বন্ধক রেখে উচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করে। কিন্তু লালু প্রসাদ যাদব, যিনি নিজে বিহারের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি তার ছেলেকে ম্যাট্রিকও পাশ করাননি, তবুও তেজস্বী যাদবকে বিহারের উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন।
advertisement
6/6
লালু প্রসাদকে আরও নিশানা করে প্রশান্ত কিশোর বলেন, ''লালু যাদব এখন ২০২৫ সালে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন।'' তিনি ব্যঙ্গাত্মক ভাষায় বলেছেন, 'পিতা হলে লালু প্রসাদ যাদবের মতো, যিনি তার ছেলের জন্য এত চিন্তা করেন।' তার এই বক্তব্য বিহারের রাজনীতিতে একটি নতুন বিতর্কের জন্ম দিতে পারে।