Prashant Kishor: ভোটের আগেই বড় ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর! বিহারে বিজেপির 'নতুন পদ্ধতি' নিয়ে বিস্ফোরক মন্তব্য! হাতেনাতে ফল পেলেন পিকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বিহারে এবার এনডিএ জিতবে না।
advertisement
1/6

বিস্ফোরক প্রশান্ত কিশোর। বিহারের বিধানসভা নির্বাচনে নিজে লড়ছেন না তিনি। তবে দল নিয়ে বেশ নাস্তানাবুদ প্রশান্ত কিশোর। ইলেকশন স্ট্র্যাটেজিস্ট থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্তের সামনে এবার বড় চ্যালেঞ্জ।
advertisement
2/6
প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, বিহারে এবার এনডিএ জিতবে না। নিজের দল নিয়েও বেশ উচ্চাশা রয়েছে জন সুরজ পার্টির সুপ্রিমোর। তবে ভোটের আগেই খেলেন বড় ধাক্কা।
advertisement
3/6
মঙ্গলবার প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন যে, বিহার নির্বাচনে তাঁর দলের তিন প্রার্থী বিজেপির "চাপে" তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ক্ষমতাসীন এনডিএ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এত ভীত যে তারা বিরোধী প্রার্থীদের রেস থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছে।
advertisement
4/6
প্রশান্ত আরও অভিযোগ করেন, "গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। দেশে এমন নজির আগে কখনও দেখা যায়নি।" তিনি নির্বাচন কমিশনকে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জ আসন থেকে এই তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে এদিন জানান প্রশান্ত কিশোর।
advertisement
5/6
তাঁর মতে, "বিজেপি সুরাট মডেলের পুনরাবৃত্তি করার চেষ্টা করছে, যেখানে তাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কারণ অন্য সব প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। বিজেপি বুঝতে পারছে না যে দেশের ভোটাররা এর জন্য তাদের শাস্তি দিয়েছে এবং গত বছরের লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসন পাওয়ার দম্ভ করলেও তারা মাত্র ২৪০টি আসন জিতেছিল।"
advertisement
6/6
কিশোরের দল বিহারের ২৪৩টি আসনের সব কটিতে প্রার্থী ঘোষণা করেছিল। তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর এখন তারা ২৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে।