Prashant Kishor: 'পাকা' রাজনীতিকের চাল! ক্ষমতা পেলেই এক ঘণ্টার মধ্যে বিহারে কী করবেন? প্রশান্ত কিশোরের দাবিতে শোরগোল দেশে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর তাঁর দল জন সূরজ পার্টি আত্মপ্রকাশ করতে চলেছে।
advertisement
1/9

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়লেন প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর তাঁর দল জন সূরজ পার্টি আত্মপ্রকাশ করতে চলেছে। আর ভোটের ময়দানে নামার আগেই বড় ঘোষণা প্রশান্ত কিশোরের।
advertisement
2/9
অক্টোবর মাসেই প্রশান্তের নতুন রাজনৈতিক দল 'জন সূরজ' যাত্রা শুরু করবে। সেই দল আগামী বিধানসভা নির্বাচনে অংশও নেবে।
advertisement
3/9
নীতীশ কুমারে সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রশান্ত। তাঁর ঘোষণা, ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই বিহারে মদ ফিরবে!
advertisement
4/9
বিধানসভা নির্বাচনের আগে বিহারবাসীর উদ্দেশে এমনই ঘোষণা জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের।
advertisement
5/9
ভোটকুশলীর দায়িত্ব দূরে সরিয়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন প্রশান্ত। ইতিমধ্যে তৈরি করেছেন জনসূরজ পার্টি। সম্প্রতি সাংবাদিকরা প্রশান্তকে প্রশ্ন করেন, ক্ষমতায় এলে প্রথমেই তাঁর সরকার কী পরিবর্তন আনতে পারে?
advertisement
6/9
উত্তরে জন সূরজ পার্টির প্রধান পরিষ্কার জানান, “সরকার গঠনের এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”।
advertisement
7/9
এক বছরেরও বেশি সময় ধরে বিহারে জন সূরজ যাত্রা করছিলেন প্রশান্ত কিশোর। যাত্রা শেষেই তিনি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেন।
advertisement
8/9
ভোটের মুখে আরজেডি নেতা তেজস্বী যাদবও এমনই এক যাত্রা শুরু করতে চলেছেন।
advertisement
9/9
এ প্রসঙ্গে পিকে বলেন, “ওঁর (তেজস্বী যাদব) জন্য শুভেচ্ছা রইল। অন্তত ওঁ বাড়ি থেকে বেরিয়ে জনগণের মাঝে যাচ্ছে।”