গেরুয়াবসনে প্রধানমন্ত্রী..., অন্ধ্রপ্রদেশে বিখ্যাত শ্রীসাইলাম মন্দিরে 'রুদ্রাভিষেকম' মোদির, দেখুন ছবি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi: অন্ধ্রপ্রদেশের শ্রীসাইলাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৩,৪৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনায় অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী।
advertisement
1/7

অন্ধ্রপ্রদেশের শ্রীসাইলাম মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৩,৪৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনায় অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী।
advertisement
2/7
এই কর্মসূচির আগেই বিখ্যাত শ্রীসাইলাম মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। পুণ্য সময়, নিয়ম আচার অনুষ্ঠান মেনে মন্দিরে গেরুয়া বসনে পুজো দিতে দেখা যায় তাঁকে।
advertisement
3/7
ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে দেবী ভ্রমরম্বা ও ভগবান মল্লিকার্জুন স্বামীর কাছে প্রার্থনার আগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দিরের পুরোহিত ও কর্মকর্তারা। ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
advertisement
4/7
কুর্নুল সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন পুজোর পরে শিবাজি অনুপ্রেরণা কেন্দ্র পরিদর্শন করেন। শিবাজি দরবার হল এবং ধ্যান কক্ষ পরিদর্শন করেছেন মোদি। মোদি ঐতিহ্যবাহী পঞ্চামৃত নিয়মে ভগবান মল্লিকার্জুন স্বামীর উদ্দেশ্যে রুদ্রাভিষেকম করেন।
advertisement
5/7
শ্রীসাইলাম মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। একই সঙ্গে দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি। মন্দির পরিদর্শনের পর, প্রধানমন্ত্রী মোদি কুর্নুল ভ্রমণ করেন।
advertisement
6/7
কুর্নুল সফরকালে প্রধানমন্ত্রী ১৩,৪৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। শিল্প, বিদ্যুৎ সরবরাহ,সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন, প্রেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে অন্ধ্রে বড় উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে এই প্রকল্পগুলি।
advertisement
7/7
পরিকাঠামো উন্নয়ন, শিল্প পরিবেশ তৈরি, রাজ্যেরআর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই প্রকল্পগুলি। এই উপলক্ষে এক জনসমাবেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি ঘিরে প্রচুর কর্মসংস্থানের আশা করা হচ্ছে।