Purvanchal Expressway Inauguration: উত্তরপ্রদেশের জন্য বিশাল বড়দিন! ২২,৫০০ কোটি টাকার মূল্যের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে প্রধানমন্ত্রী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Purvanchal Expressway Inauguration|PM Modi|Uttar Pradesh|Yogi Adityanath|‘Special day for UP’s: পাখির চোখ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
advertisement
1/9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর ২০২১, দুপুর ঠিক দেড়টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের (Prime Minister Narendra Modi is set to inaugurate the Purvanchal Expressway in Uttar Pradesh on Tuesday (November 16). ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-সহ আরও বিশিষ্ট্য ব্যক্তিত্বরা ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
3/9
একটি ৪৫টি মিনিটের এয়ার শো অনুষ্ঠিত হবে সৌজন্যে ভারতীয় বায়ুসেনা (Indian Air force will be shown 45 minutes air Show) ৷ এই ৪৫ মিনিটের এয়ার শোয়ের নেপথ্যে থাকবে সুখই (Sukhoi), মিরাজ (Miraj), রাফাল (Rafale), এএন-৩২ (AAN-32) ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
4/9
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে (Purvanchal Expressway) প্রায় ২২,৫০০ কোটি টাকা মূল্যের নির্মিত এই এক্সপ্রেসওয়ে সরাসরি জুড়বে রাজধানী লখনউকে (Lucknow the capital of Uttar Prdesh will be adjoined ) ৷ একই সঙ্গে সরাসরি সংযোগ বাড়বে পূর্বদিকের জেলাগুলির সঙ্গে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
5/9
এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অর্গিনেট চান্দসরাই গ্রাম যা লখনউ-সুলতানপুর হাইওয়ে ৷ এটি বরাকবাঁকি (Barakbanki), আমেঠি (Amethi), সুলতানপুর (Sultanpur), ফৈজাবাদ (Faizabad), আমবেদকর নগর (Ambedkar Nagar), আজমগঞ্জের (Azamgunge) সঙ্গে সরাসরি সংযোগ আরও দৃঢ় হবে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
6/9
ছয় লেনের হাইওয়ে বর্ধিত হচ্ছে আট লেনে ৷ এরফলে লখনউ থেকে গাজিপুরের যাতায়াতের সময় সীমা কমে ৬ ঘণ্টা থেকে কমে ৩.৫ ঘণ্টা বলে বলেই মনে করা হচ্ছে ৷ সংগৃহিত ছবি ৷
advertisement
7/9
advertisement
8/9
এই এক্সপ্রেসওয়ে ৩ কিমির দীর্ঘ রানওয়ে সুলতানপুরের অন্তর্গত কুদেভার জেলায় অবস্থিত ৷ যাতে জরুরিকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর উড়ান উঠতে বা নামতে পারে ৷ সংগৃহিত ছবি ৷
advertisement
9/9
পূর্বাঞ্চলএক্সপ্রেসওয়ের মুখ্যসচিব অবিনাশ আওয়াস্থি জানিয়েছেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উত্তরপ্রদেশের সব থেকে বড় প্রজেক্ট ৷ দুই প্রান্তে গড়ে উঠবে শিল্প করিডর ৷ যেখানে মেশিনারি খাদ্য প্রকরণ, দুগ্ধজাত শিল্পের প্রসার ঘটবে বলেই মনে করা হচ্ছে ৷ সংগৃহিত ছবি ৷