সাধারণ অ্যাকাউন্টের বদলে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, পাবেন বর্ধিত সুদ সহ অনেক সুবিধা
Last Updated:
advertisement
1/8

আপনি কি নির্ঝঞ্ঝাটে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান যেখানে আপনি মনের মত সুদও পাবেন ? কিন্তু ব্যাঙ্কের দীর্ঘ কার্যপ্রণালী পূরণ করার মত সময় হয়ত আপনার কাছে নেই । এই ক্ষেত্রে আপনি খুলতেই পারেন ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট । (Photo:PTI)
advertisement
2/8
ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে সময়ও কম লাগে কোনও নির্দিষ্ট ব্যালান্স রাখার প্রয়োজনীয়তাও নেই । বেশ কয়েকটি ক্ষেত্রে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদও পেতে পারেন আপনি । বিশদে জেনে নিন বেশ কয়েকটি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য । (Photo:PTI)
advertisement
3/8
SBI-এর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ও ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্ট দুটিই গ্রাহকদের জন্য জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে ৩১ মার্চ , ২০১৯ পর্যন্ত । এই অ্যাকাউন্ট খুলতে কোনও পেপারওয়ার্ক করতে হবে না কেবলমাত্র একবার SBI-এর যে কোনও একটি শাখায় আপনাকে একবার যেতে হবে । YONO অ্যাপের সাহায্যেই সহজে করতে পারবেন লেনদেন। (Photo:Collected)
advertisement
4/8
SBI ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্টে আপনি ডেবিট কার্ডের সুবিধাও পাবেন। KYC প্রক্রিয়াও ডিজিটাল মাধ্যমেও হবে । এই অ্যাকাউন্টে সুদের হার বার্ষিক ৩.৫ শতাংশ । (Photo:Collected)
advertisement
5/8
সেপ্টেম্বরেই চালু হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ও সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পেমেন্টস ব্যাঙ্ক । ১৮ বছরের বয়সের ঊর্ধে যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন । (Photo:Collected)
advertisement
6/8
বাড়ি বসেই পেমেন্টস ব্যাঙ্কের মোবাইল অ্যাপের সাহায্যেই পেমেন্টস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, প্রয়োজন শুধু আধার কার্ড ও প্যান কার্ডের । ন্যূনতম ব্যালান্সও রাখতে হবে না । অনায়াসে ডিজিটাল লেনদেনও করতে পারবেন অ্যাপের সাহায্যে । এই অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার ৪ শতাংশ যা আপনি পাবেন ৩টি কিস্তিতে । (Photo:IPPBonline)
advertisement
7/8
এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের ASAP জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারেন আপনি । ব্যাঙ্কে যাওয়ার কোনও দরকারই নেই । (Photo:Collected)
advertisement
8/8
ডিজিটাল অ্যাকাউন্টটি আপনি অনলাইনেই খুলতে পারবেন ও লেনদেনও অনলাইনে ও ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। ন্যূনতম ব্যালান্স রাখার দরকার নেই । সুদের হারও SBI ও পেমেন্টস ব্যাঙ্কের তুলনায় বেশি, ASAP অ্যাকাউন্টে সুদের হার প্রায় বার্ষিক ৭.২৫ শতাংশ। (Photo:Collected)