New rule from 1 January: ভিক্ষা নিলে নয়, দিলেই এফআইআর! ভারতের কোন শহরে চালু হচ্ছে নতুন নিয়ম?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার এবং স্বশক্তিকরণ মন্ত্রকের পক্ষ থেকে ভারতের দশটি শহরকে ভিক্ষুকমুক্ত করার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে৷
advertisement
1/6

ভিক্ষা দিলেই দায়ের হবে এফআইআর৷ এমনই কঠোর নিয়ম চালু হতে চলেছে ভারতের এক শহরে৷ আগামী ১ জানুয়ারি থেকেই এই নিয়ম বলবৎ হতে চলেছে৷
advertisement
2/6
মধ্যপ্রদেশের ইন্দৌরকে ভিক্ষুক মুক্ত শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ সেই মতোই নতুন এই নির্দেশ জারি হতে চলেছে৷ ইন্দৌরের জেলাশাসক আশিস সিং নিজেই এই খবর জানিয়েছেন৷
advertisement
3/6
ইন্দৌর জেলা প্রশাসন জানিয়েছে, ডিসেম্বর মাস জুড়ে প্রথমে সচেতনতামূলক প্রচার চালানো হবে৷ ১ জানুয়ারি থেকে যদি কোনও ব্যক্তিকে ভিক্ষা দিতে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে৷
advertisement
4/6
ইন্দৌরের জেলাশাসক আশিস সিং বলেন, 'শহরের সব বাসিন্দার কাছে অনুরোধ, ভিক্ষা দিয়ে আপনারা পাপের ভাগীদার হবেন না৷'
advertisement
5/6
গত কয়েক মাস ধরেই ইন্দৌর জেলা প্রশাসন অভিযোগ করছিল, বেশ কিছু অপরাধীদের গ্যাং মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাঁদের দিয়ে ভিক্ষা করিয়ে রোজগার করছিল৷ ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত অনেকেক উদ্ধার করে তাঁদের কাউন্সিলিং করিয়েছে প্রশাসন৷
advertisement
6/6
কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার এবং স্বশক্তিকরণ মন্ত্রকের পক্ষ থেকে ভারতের দশটি শহরকে ভিক্ষুকমুক্ত করার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে৷ সেই শহরগুলির অন্যতম ইন্দৌর৷